এখন আর দেরি নয়,

এখন আর দেরি নয়, ধর্ গো তোরা হাতে হাতে ধর্ গো। আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন-স্বর্গ॥ ওরে ঐ উঠেছে শঙ্খ এখন আর দেরি নয়, ধর্ গো তোরা হাতে হাতে ধর্ গো। আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন-স্বর্গ॥ ওরে ঐ উঠেছে শঙ্খ বেজে, খুলল দুয়ার মন্দিরে যে— লগ্ন বয়ে যায় পাছে, ভাই, কোথায় […]

তুমি রবে নীরবে

তুমি রবে নীরবে, হৃদয়ে মম, তুমি রবে নীরবে, নিবিড়, নিভৃত, পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে, নিশীথিনী-সম। তুমি রবে নীরবে, হৃদয়ে মম, তুমি রবে নীরবে। জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে […]

সুন্দরি রাধে আওয়ে বনি।

সুন্দরি রাধে আওয়ে বনি। ব্রজরমণীগণ মুকুটমণি॥ কুঞ্চিতকেশিনি, নিরুপমবেশিনি, রস-আবেশিনি ভঙ্গিনি রে। অধরসুরঙ্গিনি, অঙ্গতরঙ্গিনি, সঙ্গিনি নব নব রঙ্গিনি রে॥ কুঞ্জরগামিনি, মোতিমদশনি, দামিনি-চমক-নেহারিনি রে। আভরণধারিন, নব-অভিসারিণি, শ্যামর হৃদয়বিহারিণি রে। নব অনুরাগিণি, অখিলসোহাগিনি, পঞ্চম রাগিণি মোহিনি রে। রাসবিলাসিনি, হাসবিকাশিনি, গোবিন্দদাস-চিত-শোহিনি রে॥

মেঘের উপর

মেঘের 'পরে মেঘ জমেছে

মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে। আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে। মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারি আশ্বাসে॥ মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে। তুমি যদি না দেখা দাও, কর আমায় হেলা, কেমন করে কাটে আমার […]

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে বসন্তের এই মাতাল সমীরণে ॥ আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,আজ যাব না যাব না গো যাব না যে, রইনু পড়ে ঘরের মাঝে– এই নিরালায় এই নিরালায় রব আপন কোণে। যাব না এই মাতাল সমীরণে ॥ আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,আজ আমার এ ঘর বহু যতন করে ধুতে হবে মুছতে হবে […]

জেনে শুনে বিষ করেছি পান

জেনে শুনে বিষ করেছি পান। আমি, জেনে শুনে বিষ করেছি পান। প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ। আমি জেনে শুনে বিষ করেছি পান। আমি জেনে শুনে বিষ করেছি পান। যতই দেখি তারে ততই দহি, আপন মনোজ্বালা নীরবে সহি, যতই দেখি তারে ততই দহি, আপন মনোজ্বালা নীরবে সহি, তবু পারি নে দূরে যেতে, মরিতে আসি, লই গো […]

আকাশভরা সূর্য-তারা

আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান॥ আকাশভরা…। অসীম কালের যে হিল্লোলে জোয়ার-ভাঁটার ভুবন দোলে নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান, বিস্ময়ে তাই জাগে আমার গান॥ আকাশভরা… ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই দান, বিস্ময়ে তাই […]

আমায় থাকতে দে

আমায় থাকতে দে- আমায় থাকতে দে না আপন-মনে। আমায় থাকতে দে আমায় থাকতে দে না সেই চরণের পরশখানি মনে পড়ে ক্ষণে ক্ষণে আপন মনে থাকতে দে আমায় থাকতে দে না কথার পাকে কাজের ঘোরে ভুলিয়ে রাখে কে আর মোরে, কথার পাকে কাজের ঘোরে ভুলিয়ে রাখে কে আর মোরে, তার স্মরণের বরণমালা গাঁথি বসে গোপন কোণে […]

যেয়ো না, যেয়ো না ফিরে,

যেয়ো না, যেয়ো না ফিরে, দাঁড়াও, বারেক দাঁড়াও হৃদয়-আসনে। চঞ্চল সমীর সম ফিরিছ কেন, কুসুমে কুসুমে, কাননে কাননে। তোমায় ধরিতে চাহি, ধরিতে পারি নে, তুমি গঠিত যেন স্বপনে, এস হে, তোমারে বারেক দেখি ভরিয়ে আঁখি, ধরিয়া রাখি যতনে। প্রাণের মাঝে তোমারে ঢাকিব, ফুলের পাশে বাঁধিয়ে রাখিব, তুমি দিবস-নিশি রহিবে মিশি কোমল প্রেম-শয়নে। রাগ: নট-ভূপালী তাল: […]

ঐ মহামানব আসে

ঐ মহামানব আসে; দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্ত্যধূলির ঘাসে ঘাসে। সুরলোকে বেজে উঠে শঙ্খ, নরলোকে বাজে জয়ডঙ্ক– এল মহাজন্মের লগ্ন। আজি অমারাত্রির দুর্গতোরণ যত ধূলিতলে হয়ে গেল ভগ্ন। উদয়শিখরে জাগে মাভৈঃ মাভৈঃ রব নব জীবনের আশ্বাসে। জয় জয় জয় রে মানব-অভ্যুদয়, মন্দ্রি উঠিল মহাকাশে।      উদয়ন শান্তিনিকেতন  ১ বৈশাখ ১৩৪৮ “সভ্যতার সংকট” রবীন্দ্রনাথ ঠাকুরের […]