বৃষ্টি

বর্ষণমন্দ্রিত অন্ধকারে এসেছি তোমারি এ দ্বারে

বর্ষণমন্দ্রিত অন্ধকারে  এসেছি  তোমারি এ দ্বারে, পথিকেরে লহো ডাকি     তব মন্দিরের এক ধারে। বর্ষণমন্দ্রিত অন্ধকারে  এসেছি বনপথ হতে, সুন্দরী,     এনেছি মল্লিকামঞ্জলী– তুমি লবে নিজ বেণীবন্ধে    মনে রেখেছি এ দুরাশারে। বর্ষণমন্দ্রিত অন্ধকারে   এসেছি কোনো কথা নাহি ব’লে     ধীরে ধীরে ফিরে যাব চলে। কোনো কথা নাহি ব’লে     ধীরে ধীরে ফিরে যাব চলে। ঝিল্লিঝঙ্কৃত নিশীথে    পথে যেতে বাঁশরিতে শেষ গান […]

বর্ষার দিনে

এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিষায়! এমন মেঘস্বরে বাদল-ঝরঝরে তপনহীন ঘন তমসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারি ধার। দুজনে মুখোমুখি গভীর দুখে দুখি, আকাশে জল ঝরে অনিবার। জগতে কেহ যেন নাহি আর। সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব। কেবল আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি […]