যেয়ো না, যেয়ো না ফিরে,

যেয়ো না, যেয়ো না ফিরে,

দাঁড়াও, বারেক দাঁড়াও হৃদয়-আসনে।

চঞ্চল সমীর সম ফিরিছ কেন,

কুসুমে কুসুমে, কাননে কাননে।

তোমায় ধরিতে চাহি, ধরিতে পারি নে,

তুমি গঠিত যেন স্বপনে,

এস হে, তোমারে বারেক দেখি ভরিয়ে আঁখি,

ধরিয়া রাখি যতনে।

প্রাণের মাঝে তোমারে ঢাকিব,

ফুলের পাশে বাঁধিয়ে রাখিব,

তুমি দিবস-নিশি রহিবে মিশি

কোমল প্রেম-শয়নে।

রাগ: নট-ভূপালী
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

      21 Jeo nah