অল্পকথা ডট কম

স্বর্নালী দিনের স্পর্শ

সাথে থাকুন

Download

গান শুনতে এখানে ক্লিক »করুন !

Member Login

Lost your password?

Not a member yet? Sign Up!

Time limit is exhausted. Please reload the CAPTCHA.


মহাদেব সাহা

লেখকঃ মহাদেব সাহা

লেখক সম্পর্কেঃ (জন্ম: ৫ আগস্ট ১৯৪৪) বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালের একজন অন্যতম প্রধান কবি।১৯৪৪ সালের ৫ আগস্ট পাবনা জেলার ধানঘড়া গ্রামে পৈতৃক বাড়ীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম বগদাধর সাহা এবং মাতা বিরাজমোহিনী।তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৯৩ টি। কাব্যগ্রন্থ এই গৃহ এই সন্ন্যাস (১৯৭২), মানব এসেছি কাছে, চাই বিষ অমরতা, কী সুন্দর অন্ধ, তোমার পায়ের শব্দ, তবু স্বপ্ন দেখি, সোনালী ডানার মেঘ, পৃথিবী তোমাকে আমি ভালোবাসি, কে পেয়েছে সব সুখ, সবটুকু মধু,, শুকনো পাতার স্বপ্নগাঁথা, দুঃসময়ের সঙ্গে হেঁটে যাই, দুঃখ কোন শেষ কথা নয়, ভালোবাসা কেন এতো আলো অন্ধকারময়, লাজুক লিরিক-২, দূর বংশীধ্বনি, অর্ধেক ডুবেছি প্রেমে - অর্ধেক আধারে, কালো মেঘের ওপারে পূর্ণিমা, সন্ধ্যার লিরিক ও অন্যান্য, মহাদেব সাহার রাজনৈতিক কবিতা (কাব্য-সংকলন), মহাদেব সাহার প্রেমের কবিতা (কাব্য-সংকলন), মহাদেব সাহার কাব্যসমগ্র (কাব্য-সংকলন) - ১ম খণ্ড, ২য় খন্ড, ৩য় খন্ড, ৪র্থ খন্ড, মহাদেব সাহার শ্রেষ্ঠ কবিতা (কাব্য-সংকলন), প্রেম ও ভালবাসার কবিতা (কাব্য-সংকলন), নির্বাচিত ১০০ কবিতা (কাব্য-সংকলন), নির্বাচিত একশ (কাব্য-সংকলন), প্রকৃতি ও প্রেমের কবিতা(কাব্য-সংকলন), প্রবন্ধ আনন্দের মৃত্যু নেই মহাদেব সাহার কলাম কবিতার দেশ ও অন্যান্য ভাবনা মহাদেব সাহার নির্বাচিত কলাম শিশুসাহিত্য টাপুর টুপুর মেঘের দুপুর ছবি আঁকা পাখির পাখা আকাশে ওড়া মাটির ঘোড়া সরষে ফুলের নদী আকাশে সোনার থালা মহাদেব সাহার কিশোর কবিতা পুরস্কার ও সম্মাননা --------------------------------- মহাদেব সাহা তাঁর কাব্য প্রতিভার জন্য অসংখ্য পুরস্কার লাভ করেছেন। তিনি ১৯৮৩ সালে কবিতায় বাংলা একাডেমী পুরস্কার এবং ২০০১ সালে একুশে পদক লাভ করেন। এছাড়াও অন্যান্য পুরস্কার ও সম্মননার মধ্যে ১৯৯৫ সালে আলাওল সাহিত্য পুরস্কার, ১৯৯৭ সালে বগুড়া লেখকচক্র পুরস্কার, ২০০২ সালে খালেদদাদ চৌধূরী স্মৃতি পুরস্কার এবং ২০০৮ সালে জাতীয় কবিতা পরিষদ পুরস্কার অন্যতম।

লেখকের ইউআরএলঃ
অবস্থান: বাংলাদেশ
প্রোফাইলঃ ৬৭ views হয়েছে ।

মহাদেব সাহা, মন্তব্য সংখ্যাঃ ০

মহাদেব সাহা, পোষ্ট সংখ্যাঃ ৮৬

যুক্ত হয়েছেনঃ মে ১৪, ২০১২, সোমবার,

মহাদেব সাহা 'র পছন্দের পোষ্টঃ
 • "এখনো কোন পছন্দের পোষ্ট যুক্ত করেন নাই ।"

 • জন্মকথা

  সংযুক্তির তারিখঃ ২৫ ফেব্রুয়ারী ২০১৭ লিখেছেনঃ মহাদেব সাহা

  আমার জন্ম খুব প্রবাদপ্রাচীন, খুব রহস্যবিধুর এখনো মাতৃগর্ভে, জন্মেও জন্মিনি ক্লান্ত কিশোর, ভূমিষ্ট হয়েও আমি জন্মহীন ভূমার সন্তান; আমি জন্মই উড়ন্ত পাখা, অবুঝ আঁধার বাড়ি অদ্ভুত শুচিতাগ্রস্থ, অদ্ভুত পাপের বই জন্মেই জীর্ণজরা, কালো ঘূর্ণি জল আমি জেগেও নিদ্রাগ্রন্থ ঘুমের ঘুঙুর, অন্ধকার আলোঘর নিভে-যাওয়া প্রজ্জ্বলিত মোম, কেটেছেঁটে নিজেকে নিজেই আমি রচনা করেছি। আমি সেই পাতাল সুরঙ্গ, […] বিস্তারিত

  ট্যাগসমুহঃ

  মন্তব্য (নেই )

  ব্যবধান

  সংযুক্তির তারিখঃ ১৭ ডিসেম্বর ২০১৬ লিখেছেনঃ মহাদেব সাহা

  এভাবে আমরা গিয়েছি ক্রমশ দূরে এক পা সকালে আর এক পা দুপুরে ; ভেবেছি আজকে না হয় সন্ধ্যা যাক কাল কথা হবে এমন কি তাড়া থাক । এভাবে হয়তো হয়েছে পরশু পার শেষে সপ্তাহে খবর মেলেনি আর ; মাসেও এখন হয় না খবর জানা যে যার মতোই গুটিয়েছি হাতখানা । এভাবেই বাড়ে আমাদের ব্যবধান বছরের […] বিস্তারিত

  ট্যাগসমুহঃ

  মন্তব্য (নেই )

  স্পর্শ

  সংযুক্তির তারিখঃ ১২ জুলাই ২০১৬ লিখেছেনঃ মহাদেব সাহা

  তোমার শরীরে হাত আকাশ নীলিমা স্পর্শ করে ভূমণ্ডল ছেয়ে যায় মধ্যরাতে বৃষ্টির মতন মুহূর্তে মিলায় দুঃখ, দুঃখ আমাকে মিলায় জলের অতল থেকে জেগে ওঠে মগ্ন চরাচর দেশ হয় দেশ, নদী হয় পুনর্বার নদী নৈঃশব্দ্য নিরুণ হাতে করতালি দেয় নিসর্গ উন্মুক্ত করে সারাদেহে নগ্ন শরীর কোন খানে রাখি তুলে দেহের বিস্তার তোমার শরীরে হাত দীর্ঘতর আমার […] বিস্তারিত

  ট্যাগসমুহঃ

  মন্তব্য (নেই )

  চৈত্রে শ্রাবণ

  সংযুক্তির তারিখঃ ১০ জুলাই ২০১৬ লিখেছেনঃ মহাদেব সাহা

  দুদিনেই সাঙ্গ হয়ে গেল সহস্র বছর, এতো স্বাদ এতো কথা কাঁদছে মুহূর্তগুলি কাকে বলি একটু দাঁড়াও; বৃথা এ প্রার্থনা, জীবন নিষ্ঠুর বড়ো অপেক্ষা জানে না তবু তারই কাছে হাত পেতে আছি, তারই কাছে নত। সব মোম ক্ষীণ হয়ে যেতে যেতে কাঁপে শুধু শিখা গুনে গুনে দেখি এই পুরনো পালক ঝরাপাতা সমস্ত কথার ভার তুলে নিচ্ছি, […] বিস্তারিত

  ট্যাগসমুহঃ

  মন্তব্য (নেই )

  গাছের নিকটে যাও

  সংযুক্তির তারিখঃ ৩০ জুন ২০১৬ লিখেছেনঃ মহাদেব সাহা

  গাছের নিকটে যাও, দেখবে সমস্তকিছু ভুল এমন গরিমা কিন্তু নিশ্চিতই তোমার সাজে না, তুমি খুব সাদামাটা তুমি খুব পত্রপুষ্পহীন গাছের নিকটে যাও, গাছের নিকটে বিদ্যা শেখো। তোমার কিছুই নেই, গাছের রয়েছে ডালপালা রয়েছে আলো ও গন্ধ, রয়েছে সবুজ ভরপুর, গাছের নিকটে গেলে ছায়া পাবে শান্তি কিছু পাবে তোমার রয়েছে দুঃখ, গাছের রয়েছে সি্নগ্ধ ছায়া, গাছ […] বিস্তারিত

  ট্যাগসমুহঃ

  মন্তব্য (নেই )

  কষ্ট হয়

  সংযুক্তির তারিখঃ ২৬ মে ২০১৬ লিখেছেনঃ মহাদেব সাহা

  তুমি বোঝো না, আমার কষ্ট হয়, আজ তোমার ক্লাস কাল পরীক্ষা, পরশু গানের স্কুল এই যে সারাদিন আজ বৃষ্টি, তোমাদের রেনিডে হয় না, তোমার গানের মাস্টারের সর্দিজ্বর হয় না কখনো, কী আশ্চর্য, একদিনও পরীক্ষা বাতিল হয় না তোমাদের? সবকিছুর জন্য সময় হয়, শুধু আমার জন্য বছরের পর বছর এক মুহূর্ত সময় হয় না তোমার পাবলিক […] বিস্তারিত

  ট্যাগসমুহঃ

  মন্তব্য (নেই )

  তোমার বর্ণনা

  সংযুক্তির তারিখঃ ২৭ মার্চ ২০১৬ লিখেছেনঃ মহাদেব সাহা

  তোমাকে বিশদ ব্যাখ্যা করবো কি বর্ণনায়ই বুঝেছি অক্ষম নাই সে কিঞ্চিৎ ভাষাজ্ঞান, মাত্রাবোধ এমনকি শব্দেরও শৃঙ্খলা সে-বিদ্যা আয়ত্তে নাই অনায়াসে পাঠ করি তোমার চিবুক কিংবা ধরো প্রসিদ্ধ নগর দেখে দেয় কেউ যে-রকম গাঢ় বিবরণ, দর্শনীয় বস্তু আর সুপ্রাচীন স্থানের তালিকা, সে-রকম তোমার বিশদ ব্যাখ্যা জানি আমি পারবো না কখনো। তোমাকে বিশদ ব্যাখ্যা করবো কি এখনো […] বিস্তারিত

  ট্যাগসমুহঃ

  মন্তব্য (নেই )

  নদীর জন্য

  সংযুক্তির তারিখঃ ০১ মার্চ ২০১৬ লিখেছেনঃ মহাদেব সাহা

  মন বলে এইখানে একটু জিরিয়ে নিই ক্লান্ত শরীর আরো বহুপথ বাকি বাকি আরো বহুপথ হাঁটা নগ্ন পায়ে ফুটেছে সহস্র কাঁটা; এতো যে হয়েছে হাঁটা, এতো যে হয়েছে পরিমাপ যদি বলি তার সবটাই ব্যর্থ হয়ে গেছে, তা হলে কি ফিরে যাবে সেই খেয়াঘাটে, সেই জলস্রোতে সে রকম হতে পারে ফেলে আসা গ্রাম, বনভূমি কিন্তু পথের শেষে […] বিস্তারিত

  ট্যাগসমুহঃ

  মন্তব্য (নেই )

  কচিপাতার বুকের মধ্যে

  সংযুক্তির তারিখঃ ১৬ জুলাই ২০১৫ লিখেছেনঃ মহাদেব সাহা

  তোমার কণ্ঠস্বর মনে হয় যেন স্নিগ্ধ পাইনবীথি তুমি অনন্তের মধ্যে যে এক উদাসীন গায়ক পাখি; তোমার কণ্ঠে বনভূমির জঙ্গল বাতাসের শব্দ তোমার বুকে রাত্রিদিন অনন্ত উত্থান-পতন, ভাঙাগড়া। তুমি যখন কথা বলো, মনে হয় গান গাইছে বাতাস তোমার কণ্ঠে শুনতে পাই পুরনো দিনের গান; হঠাৎ মন যেন কেমন করে ওঠে, তোমার কাছে ছুটে যাই, আমার নিজের […] বিস্তারিত

  ট্যাগসমুহঃ

  মন্তব্য (নেই )

  বর্ষা

  সংযুক্তির তারিখঃ ০৭ জুলাই ২০১৫ লিখেছেনঃ মহাদেব সাহা

  বর্ষা হচ্ছে জীবনের প্রথম আনন্দ, আজো আমি বর্ষায় উন্মাদ, আজো আমি বর্ষামত্ত ঘোরলাগা পল্লীর বালক বর্ষায় আবার আমি ফিরে পাই ত্বক ও জিহ্বার স্বাদ; কিন্তু কেউ কেউ আছে বর্ষায় বিমুখ, জল কাদা, বৃষ্টি দেখে ত্যক্ত ও বিরক্ত। সেইসব অতি নাগরিক কোনো মানুষের কাছে বর্ষা নিঃশেষিত বহুকাল আগে শেষ হয়ে গেছে সেই বৃষ্টির আমোদ আমি জানি […] বিস্তারিত

  ট্যাগসমুহঃ

  মন্তব্য (নেই )

  ই-মেইলের মাধ্যমে নতুন পোষ্ট-এর জন্য

  আপনার ই-মেইল লিখুন

  ,

  ফেব্রুয়ারী ১৮, ২০১৮,রবিবার

  Custom Search
  আপনার বিজ্ঞাপন !
  setubondhon

  বিজ্ঞাপনের জন্য