প্ল্যানচেটে পেয়ে গেছি রবীন্দ্রনাথ। সোনার তরী থেকে
রক্তকরবীর গূঢ় ব্যাখ্যা জেনে নেবো, প্রয়োজনে
জিগ্যেস করবো কী করে বাঁচবো, বাঁচাবো নিজেকে?
চারদিকে হননের গান, অসহিষ্ণুতা। পাড়ায়-অঙ্গনে
প্রকাশ্যে মস্তানি, গুপ্তহত্যা, ভয়ের সংস্কৃতি।
ক্রমশ এগিয়ে আসছে ধ্বংসের দিন। সমস্ত সরণি-
প্রান্তর জল্লাদ আর যমের দখলে। বধ্যভূমির সম্প্রীতি।
রেখেছ বাঙালি করে, মানুষ করোনি।
নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিশ্বাস। সর্বত্র নেকড়ে-ভালুক-সিংহের সমাহার।
ঘরে-ঘরে নেই আর বীর, যোদ্ধা। অথচ সমর।
প্রত্যেকেই ভীরু আজ, বলুন ঠাকুর, কার হাতে দিতে চান ভুবনের ভার?
মেলে না উত্তর
০৬ . ০৫ . ২০১৬