হাজারদুয়ারি

একবার তাকাবে না? নিজের মুখের দিকে চোখ ভরে? মাঝে-মাঝে ফিরে দেখা ভালো নয়? তুমি হাত ধুতে পারো এত গঙ্গাজল জানে কোন দেশ! মাঝে-মাঝে ধুয়ে নেওয়া ভালো নয়? তাই আমি আমার দক্ষিণ হাত রেখেছি নিজের বুকে, তুমি এসো, মাথা পাতো, যেন কত ঘর ঘুরে এলে এখন লহরী নয় যত চুপ তত দূর দুয়ারে দুয়ার খুলে যায় […]

শূন্যতা

এ বড় কঠিন রাত কনকনে শীতের রাত হাড়ের ভেতরে শীত কনকনে শীত যদি এ কেমন শীত—এই জিজ্ঞাসায় নিজের ভেতরে যে তাকায় সে দেখতে পায় ভালোবাসায় যে ছিল সে যখন চলে গিয়েছিল তখন হৃদয়ে তার নেমে এসেছিল বরফের মতো যে শূন্যতা তাকে বলে শীত কনকনে শীত হাওয়ার ভেতরে যদি কারও শব্দ ওঠে পায়ের কোমল শব্দ যদি […]

ব্যবধান

এভাবে আমরা গিয়েছি ক্রমশ দূরে এক পা সকালে আর এক পা দুপুরে ; ভেবেছি আজকে না হয় সন্ধ্যা যাক কাল কথা হবে এমন কি তাড়া থাক । এভাবে হয়তো হয়েছে পরশু পার শেষে সপ্তাহে খবর মেলেনি আর ; মাসেও এখন হয় না খবর জানা যে যার মতোই গুটিয়েছি হাতখানা । এভাবেই বাড়ে আমাদের ব্যবধান বছরের […]

যদি এ খেলা

না কোরো না, রেখো না বেঁধে হাত দু’টি মোর, করে দিও ক্ষমা যদি এ খেলা যায় কভু থেমে ।। বিদায় বেলা সিক্ত নয়নে এঁকে নেবো শুধু তব মুখখানি হৃদয়ের ফ্রেমে ।। যদি এ খেলা যায় কভু থেমে ।। শেষ হলে খেলা জীবনের ভেলা ভিড়বে যখন সেই অচিনপুর ঘাটে, চিনিবো কি তারে তরী হতে নেমে? যদি […]

দিশা

  কী করে মিটাই বল্ এ পরানের ক্ষুধা যদি না পান করি তোর পিরিতের সুধা । বন্ধু তোর পিরিতের আশায় ছাড়িলাম ঘর, ছাড়িলাম ভবের নেশা, আপন হইলো পর  । তুই যে আমার চোেখের মনি নয়নের আলো, আন্ধার রাইতের বাত্তি রে তুই বাসিয়াছি ভালো  ।। তোরে ছাড়া জনম বৃথা জীবন অমানিশা, খুঁজে মরি যে পথ আমি […]

তুমি রাধা আমি কৃষ্ণ

  রেগে যাচ্ছো ? যাও তবে রেগে ! না-ই বা বললে কথা, না-ই বা দেখলে এই পোড়া চোখ বাসি মুখ, চলে যাবো চিরতরে কোন এক ধুসর ভোরে। বাহ্ ! তবে আবার হাসি কেন ? চোখের কোণে জল যেন ! এ কি তবে অভিমান ? প্রেম কি বহুরূপী আছে মায়ারও টান ! তুমি রাধা আমি কৃষ্ণ, […]

বিস্মৃতির অতীত

  দিবানিশি নিরবে পোড়াও মনস্তাপে, ভালোবাসা কি তবে পাপ কিংবা শাপে? জোৎস্নাতাড়িত রাতে কষ্টের ফানুস তবে কেন উড়াতে? – আমিও মানুষ! পারি কি লিখে দিতে ভবিষ্যত বাণী? যাপিত জীবন আজ মানি বা না মানি। তবুও কাটে দিন                                     […]

Just Hover Over Me

  Just hover over me Honey, I’ll sober you Slow and steady. Are you ready To fly away high Up in the sky To make you feel happy And set you free! Just hover over me…(2) When the night falls Dark and cold, Your sweet smile Makes me bold, Your loving touch I love so […]

প্রহর গুনি

  তুমি শুনতে চেয়েছিলে কণ্ঠ বলতে চেয়েছিলে কথা রাত ঘুমাবার আগে                                                  ভোর জেগে ওঠার আগে । কি আছে এ কন্ঠে যা না শুনলে নির্ঘুম কাটে রাত ! কি কথা আছে বলার […]

যেতে চাইলে যাও

  যেতে চাইলে যাও।। কী করে ধরে রাখি তোমায় বিনি সুতোর বাঁধনে? সীমানার ওপার অমোঘ নির্দেশে নির্বাণ কী করে থামাবে বলো অবশ্যম্ভাবী প্রস্থান? নশ্বর পৃথিবীর চিহ্ন   তুড়ি মেরে নিশ্চিন্হ যদি করে দিতে চায় ঈশ্বর, কী করে ঠেকাবে বলো? মনস্তাপ পুড়াবে অহর্নিশি বিবর্ণ অালোর ছাপ কালো নিয়তির অতল গহ্বর । – নিলয় ১৬/১০/১৬