#পূর্ণতা —————————- থাক না কিছু শূণ্যতা —- পূর্ণতা পাবার আশা নিয়ে কিছু কিছু শূণ্যতা বেঁচে থাক! উড়ে যাক কল্পনার অচীন পাখিরা অসীম শূণ্যতার মাঝে পূর্ণতার খোঁজে, অতল মহাশূণ্যে মহাপ্রাপ্তির অন্বেষণে। যেখানে নৈঃশব্দ নিরন্তর কথা বলে… মৌনতায় নিমগ্ন শব্দহীন শব্দের স্তব্ধ পদাবলী নিশ্চুপ লিখে চলে অন্তহীন মহাকাব্য, চৈতন্যের গভীরে প্রতিধ্বনিত হয় কায়াহীন কল্পনা স্বগোতোক্তিময়, কল্পতরুর শাখা-প্রশাখায় […]
পূর্ণতা
আঁচল
তোমার পানে তাকিয়ে আছি ব্যাকুল হৃদয়ে – তুমি অভিমানের আঁচলে প্রেম ঢাকবে কী দিয়ে? যত দুখ আমি দিয়েছি তোমায় নিরবে সয়েছো তুমি যে আমায়, অন্ধ আমার বন্ধ দুচোখ খুলে দিলে তুমি অশ্রুর সেঁজ জ্বালিয়ে – তুমি অভিমানের আঁচলে প্রেম ঢাকবে কী দিয়ে? দূরে ঠেলে দেবে ভেবে যদি বধূ অভিমান করে থাকো নিশ্চুপ, আপনার মনে একাকী […]
ইচ্ছে
জানতে খুবই ইচ্ছে করে – যখন তখন এই যে বলিস ‘এক্ষুনি নয়- একটু পরে !’ এই ‘পরে’ কে কবে যে তুই ফেলবি ছুঁড়ে! একটু ঘুরে বলবি কবে – দিলাম তবে ঘরের চাবি, – এই নে খাবি দুধের বাটি! খাঁটি সোনার স্বপ্ন বোনার অতল পুকুর একলা দুপুর! ডুব দিয়ে খোঁজ কোথায় নিখোঁজ ভালোবাসা – সর্বনাশা! – […]
চলে আয় বন্ধু তুই
কবিতাঃ চলে আয় বন্ধু তুই কবিঃ নিলয় ———————-♪♪♪?❤) ফুটুক গোলাপ, বা না ফুটুক জুঁই – চলে আয় বন্ধু চলে আয় তুই। এই অবেলায় আমাদের এই বন্ধুমেলায় ইচ্ছেঘুড়ির নাটাই হাতে চল ফিরে যাই শিশু মেলায়, মাতাবো ভুবন, বিভুঁই – চলে আয় তুই! আমরা সবাই মিলে তুমুল আড্ডায় হারাবো ইচ্ছে হলেই দৌড় ইচ্ছে হলেই দাঁড়াবো! যাবো বন […]
গান-৩ঃ মুখোশ
গান-৩ঃ মুখোশ গীতিকারঃ নিলয় মুখোশ পরে হায় দিন যে কেটে যায়, লোকটা আছে মুখটা নাই, কেমন তরো যুগটা ভাই,(২) হরেক রকম মুখোশ দেখি মানুষ পাই কোথায়? মুখোশ পরে হায় দিন যে কেটে যায়!! (২) ছাত্র পড়ে পাশের তরে পড়া-লেখা ভার, স্যারের মনে টিউশনি, জ্ঞানীর মুখোশ তাঁর! রাতদুপুরে টকশো জুড়ে ‘আঁতেল’ মুখোশ পরে বিশেষ ভাবে অজ্ঞ […]
গান২ঃ যদি এ খেলা
গান২ঃ যদি এ খেলা গীতিকারঃ নিলয় —————————- না কোরো না, রেখো না বেঁধে চোখ দু’টি মোর, করে দিও ক্ষমা যদি এ খেলা যায় কভু থেমে।। বিদায় বেলা সিক্ত নয়নে এঁকে নেবো শুধু তব মুখখানি হৃদয়ের ফ্রেমে। যদি এ খেলা যায় কভু থেমে।। শেষ হলে খেলা জীবনের ভেলা ভিড়বে যখন সেই অচিন ঘাটে, চিনবো কি তাকে […]
গান-১ঃ কী ঘর তুমি ভাঙো
গান-১ঃ কী ঘর তুমি ভাঙো বন্ধু গীতিকারঃ নিলয় কী ঘর তুমি ভাঙো বন্ধু কী ঘর তুমি বানধ, না জানিলে সত্য-মিথ্যা – চোখ থাকিতে অন্ধ।। মিছে আশায় কাটলো জীবন মিছে ভালোবেসে, স্বপন ভাঙিয়া দেখি শূণ্য অবশেষে! বন্ধু, এ কেমন দ্বন্দ্ব? চোখ থাকিতে অন্ধ।। ও-ও, তোমার চোখের সূর্য করে আমার আকাশ আলো, তোমার ঠোঁটের মধুর হাসি লাগে […]
যখন শেষ হবে খেলা
পাহাড়, নদী ও সূর্যের গল্প
যে নদী পাহাড়ের বুকে বরফ হয়ে জমে থাকে, সে জানে না সমুদ্রের কী রূপ, যতদিন না পাহাড় তাকে ঝরণাধারায় ঝরিয়ে নদীর মত বইয়ে দেয়। অথচ সমুদ্র অবগাহনে সেই নদীই ভুলে যায় পাহাড়ের ঠিকানা! নদীর এ শঠতা সহ্য করতে পারে না সূর্য ! তাই সে নদীকে মেঘের ভেলায় ভাসিয়ে আবার বৃষ্টি রূপে পাহাড়ের বুকে ফিরিয়ে দেয়! […]
জলপ্রপাত
চলে গেলে, কিন্তু বলে গেলে না! এ যেন বহমান নদীর জলপ্রপাতে পতনের মতো হঠাৎ ছন্দপতন! আমি দুমড়ে মুচড়ে পড়তে থাকি… পড়তেই থাকি….. অভিমানের তীব্র স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে চলে আপন গতিতে, আমি রুদ্ধশ্বাসে চীৎকার করে তোমাকে ডাকি, ডাকতেই থাকি… তুমি কি শুনতে পাও না? সমুদয় হতাশার নোনা জলে যখন আমি প্রায় জ্ঞানহারা, এমন সময় হঠাৎ […]