ইচ্ছে

জানতে খুবই
ইচ্ছে করে –
যখন তখন
এই যে বলিস
‘এক্ষুনি নয়-
একটু পরে !’
এই ‘পরে’ কে
কবে যে তুই
ফেলবি ছুঁড়ে!

একটু ঘুরে
বলবি কবে –
দিলাম তবে
ঘরের চাবি,
– এই নে খাবি
দুধের বাটি!
খাঁটি সোনার
স্বপ্ন বোনার
অতল পুকুর
একলা দুপুর!
ডুব দিয়ে খোঁজ
কোথায় নিখোঁজ
ভালোবাসা – সর্বনাশা!

– এই কি আশা
হৃদ গভীরে?
জানতে খুবই
ইচ্ছে করে !
———————♥
২১ জুন ২০১৮,
গৃহকাব্য, ঢাকা

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
Alternative Textনিলয়- র আরো পোষ্ট দেখুন