আঁচল

তোমার পানে তাকিয়ে আছি ব্যাকুল হৃদয়ে –
তুমি অভিমানের আঁচলে প্রেম ঢাকবে কী দিয়ে?

যত দুখ আমি দিয়েছি তোমায়
নিরবে সয়েছো তুমি যে আমায়,
অন্ধ আমার বন্ধ দুচোখ
খুলে দিলে তুমি অশ্রুর সেঁজ জ্বালিয়ে –
তুমি অভিমানের আঁচলে প্রেম ঢাকবে কী দিয়ে?

দূরে ঠেলে দেবে ভেবে যদি বধূ
অভিমান করে থাকো নিশ্চুপ,
আপনার মনে একাকী পোড়াও
প্রেম-চন্দন ধুপ –
জানি অভিমানে আগুনে পুড়ায়ে
আরো কাছে টেনে নেবে মনে মনে প্রিয়ে –
তুমি অভিমানের আঁচলে প্রেম ঢাকবে কী দিয়ে?
– আমি তোমার পানে তাকিয়ে আছি ব্যাকুল হৃদয়ে।।

আকাশ বাতাস ঐ দূর তারা
শ্যামল বনানী ফুলে ফুলে ভরা
আকুল আবেগে জলভরা মেঘ
কী কথা শুধায় বৃষ্টির ফোঁটা ঝরায়ে –
তুমি অভিমানের আঁচলে প্রেম ঢাকবে কী দিয়ে?
– আমি তোমার পানে তাকিয়ে আছি ব্যাকুল হৃদয়ে।।
————————————–
৩০ মার্চ ২০২১,
গৃহকাব্য, ঢাকা

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
Alternative Textনিলয়- র আরো পোষ্ট দেখুন