পূর্ণতা

#পূর্ণতা
—————————-
থাক না কিছু শূণ্যতা —-
পূর্ণতা পাবার আশা নিয়ে
কিছু কিছু শূণ্যতা বেঁচে থাক!
উড়ে যাক কল্পনার অচীন পাখিরা
অসীম শূণ্যতার মাঝে পূর্ণতার খোঁজে,
অতল মহাশূণ্যে মহাপ্রাপ্তির অন্বেষণে।
যেখানে নৈঃশব্দ নিরন্তর কথা বলে…
মৌনতায় নিমগ্ন শব্দহীন শব্দের স্তব্ধ পদাবলী
নিশ্চুপ লিখে চলে অন্তহীন মহাকাব্য,
চৈতন্যের গভীরে প্রতিধ্বনিত হয়
কায়াহীন কল্পনা স্বগোতোক্তিময়,
কল্পতরুর শাখা-প্রশাখায় পত্র-পল্লবে
স্বপ্নবীজ বিকশিত হয় অন্তর্গত অনুভবে!

কী কথা বলে আলো-ছায়া ছলে মৌণ মহাকবি?
ছায়াপথে তারা যেন স্বপ্ন ঘেরা বোবা এক ছবি!
—————————————–
#এম_সানাউল_হক_(নিলয়)
১৫.০৯.২১, গৃহকাব্য, ঢাকা

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( votes, average: ৫.০০ out of ৫)
Loading...
Alternative Textনিলয়- র আরো পোষ্ট দেখুন