জলপ্রপাত

চলে গেলে,
কিন্তু বলে গেলে না!
এ যেন বহমান নদীর
জলপ্রপাতে পতনের মতো
হঠাৎ ছন্দপতন!

আমি দুমড়ে মুচড়ে পড়তে থাকি…
পড়তেই থাকি…..
অভিমানের তীব্র স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে চলে আপন গতিতে,
আমি রুদ্ধশ্বাসে চীৎকার করে
তোমাকে ডাকি,
ডাকতেই থাকি…
তুমি কি শুনতে পাও না?

সমুদয় হতাশার নোনা জলে
যখন আমি প্রায় জ্ঞানহারা,
এমন সময় হঠাৎ দূর হতে ভেসে এলো যেন তোমার ক্ষীণ কন্ঠস্বর,
তুমি আমার দিকে হাত বাড়িয়ে বললে –
‘এই তো আমি! সরি!’

এই এক ‘সরি’তেই
মুহূর্তে ভোজভাজির উধাও হয়ে গেলো
সব কিছু!
আমি নির্ভয়ে তোমার হাতে হাত রেখে
উঠে এলাম জীবনের এ পারে
অন্ধকার থেকে আলোতে!

সেই থেকে জলপ্রপাতের কাছে গেলেই
আমি অজান্তে তোমার হাত চেপে ধরি!
———————————————–
-নিলয়♥
১১ মার্চ ২০১৮, ঢাকা
ওয়েবপেজঃ [email protected]
ছবিঃ সংগৃহীত

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( votes, average: ৫.০০ out of ৫)
Loading...
Alternative Textনিলয়- র আরো পোষ্ট দেখুন