যখন শেষ হবে খেলা

যখন শেষ হবে খেলা
শেষ হবে পথ চলা,
পড়বে না আর এ পথে পা
শুনবে না আর কী কথা বলে
আকাশের তারা,
কী কথা বলে চন্দ্রাহত রাত
জোছনার সুরে সুরে,
তখন পড়বে কি মনে
ধূসর কুয়াশা ঢাকা নির্জন ভোরে,
কোনো এক বৃষ্টিভেজা রাতে
রেখেছিলে হাত এই হাতে….

সীমানার ওপারে
কোনো এক অন্তহীন মহাসমুদ্র তীরে
অনন্তের অন্বেষণে যখন জমবে মেলা,
লক্ষ-কোটি নক্ষত্র খচিত মহাকাশ হতে
একটি নীলকন্ঠ তারা খুঁজে পাওয়ার মতো
পাবো কি খুঁজে তোমাকে?

নইলে একেলা
কী করে ও বেলা
যাবো ওপারে?
——————————————–***
– নিলয় ♥
১৮ মার্চ ২০১৭, ঢাকা

ওয়েবপেজ:  https://www.facebook.com/Niloy.myskytofly

ছবি: নিলয়

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( votes, average: ৫.০০ out of ৫)
Loading...
Alternative Textনিলয়- র আরো পোষ্ট দেখুন