গান-১ঃ কী ঘর তুমি ভাঙো

গান-১ঃ কী ঘর তুমি ভাঙো বন্ধু
গীতিকারঃ নিলয়

কী ঘর তুমি ভাঙো বন্ধু
কী ঘর তুমি বানধ,
না জানিলে সত্য-মিথ্যা –
চোখ থাকিতে অন্ধ।।

মিছে আশায় কাটলো জীবন
মিছে ভালোবেসে,
স্বপন ভাঙিয়া দেখি
শূণ্য অবশেষে!
বন্ধু, এ কেমন দ্বন্দ্ব?
চোখ থাকিতে অন্ধ।।

ও-ও,
তোমার চোখের সূর্য করে
আমার আকাশ আলো,
তোমার ঠোঁটের মধুর হাসি
লাগে এত ভালো!
তবুও কেন জীবন যেন
সুর নাই, নাই ছন্দ!
বন্ধু, চোখ থাকিতে অন্ধ।।

বন্ধু,
কী ঘর তুমি ভাঙো আবার
কী ঘর তুমি বানধ,
না জানিলে সত্য-মিথ্যা,
চোখ থাকিতে অন্ধ!
বন্ধু, চোখ থাকিতে অন্ধ।।
——————————-
– সানাউল হক নিলয় ?
২৬ এপ্রিল ২০১৮, ঢাকা
ওয়েবপেজ: www.facebook.com/Niloy.myskytofly.com

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( votes, average: ৫.০০ out of ৫)
Loading...
Alternative Textনিলয়- র আরো পোষ্ট দেখুন