অল্প লইয়া থাকি

অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায় তাহা যায়। কণাটুকু যদি হারায় তা লয়ে প্রাণ করে “হায় হায়’ ॥ নদীতটসম কেবলই বৃথাই প্রবাহ আঁকড়ি রাখিবারে চাই, একে একে বুকে আঘাত করিয়া ঢেউগুলি কোথা ধায় ॥ যাহা যায় আর যাহা-কিছু থাকে সব যদি দিই সঁপিয়া তোমাকে তবে নাহি ক্ষয়, সবই জেগে রয় তব মহা মহিমায়। তোমাতে […]

আজি প্রনমি তোমারে চলিব নাথ

আজি প্রনমি তোমারে চলিব নাথ, সংসার কাজে তুমি আমারো নয়নে নয়ন রেখো, অন্তর মাঝে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে পাপের চিন্তা মরে যেন দহি দুঃসহ লাজে। সব কলরবে সারা দিনমান শুনি অনাদি সঙ্গীত গান। সবার সঙ্গে যেন অবিরত তোমার সঙ্গ রাগে নিমেষে নিমেষে নয়নে বচনে সকল কর্মে সকল মননে, সকল হৃদয়তন্ত্রে […]

বাজে বাজে রম্যবীণা

বাজে বাজে রম্যবীণা বাজে– অমলকমল-মাঝে, জ্যোৎস্নারজনী  মাঝে, কাজলঘন-মাঝে, নিশি আঁধার-মাঝে, কুসুমসুরভি-মাঝে বীনরণন শুনি যে– প্রেমে প্রেমে বাজে ॥ নাচে নাচে রম্যতালে নাচে– তপন তারা নাচে, নদী সমুদ্র নাচে, জন্মমরণ নাচে, যুগযুগান্ত নাচে, ভকতহৃদয় নাচে বিশ্বছন্দে মাতিয়ে– প্রেমে প্রেমে নাচে ॥ সাজে সাজে রম্যবেশে সাজে– নীল অম্বর সাজে, উষাসন্ধ্যা সাজে, ধরণীধূলি সাজে, দীনদুঃখী সাজে, প্রণত চিত্ত […]

ঐ কে আমায় ফিরে ডাকে

ঐ কে আমায় ফিরে ডাকে। ফিরে যে এসেছে তারে কে মনে রাখে। আমি চলে এনু বলে কার বাজে ব্যথা। কাহার মনের কথা মনেই থাকে। আমি শুধু বুঝি সখী, সরল ভাষা, সরল হৃদয় আর সরল ভালোবাসা। তোমাদের কত আছে, কত মন প্রাণ, আমার হৃদয় নিয়ে ফেলো না বিপাকে। OIi ke amay fire Dake

আমার যদি বেলা যায় গো বয়ে

আমার যদি বেলা যায় গো বয়ে জেনো জেনো আমার মন রয়েছে তোমায় লয়ে॥ পথের ধারে আসন পাতি, তোমায় দেবার মালা গাঁথি– জেনো জেনো তাইতে আছি মগন হয়ে॥ চলে গেল যাত্রী সবে নানান পথে কলরবে। আমার চলা এমনি ক’রে আপন হাতে সাজি ভ’রে– জেনো জেনো আপন মনে গোপন রয়ে॥ Amar jodi jai go bela

ওই ঝঞ্ঝার ঝঙ্কারে বাজল ভেরী

ওই ঝঞ্ঝার ঝঙ্কারে বাজল ভেরী, বাজল ভেরী। কখন্ আমার খুলবে দুয়ার– নাইকো দেরি, নাইকো দেরি॥ তোমার তো নয় ঘরের মেলা, কোণের খেলা গো– তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে ফেরাফেরি॥ মরণ তোমার পারের তরী, কাঁদন তোমার পালের হাওয়া– তোমার বীণা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। ভাঙল যাহা পড়ল ধুলায়যাক্-না চুলায় গো– ভরল যা তাই […]

আপনাকে এই জানা আমার ফুরাবে না।

আপনাকে এই জানা আমার ফুরাবে না। এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা ॥ কত জনম-মরণেতে তোমারি ওই চরণেতে আপনাকে যে দেব, তবু বাড়বে দেনা ॥ আমারে যে নামতে হবে ঘাটে ঘাটে, বারে বারে এই ভুবনের প্রাণের হাটে। ব্যবসা মোর তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে, আপনা নিয়ে করব যতই বেচা কেনা ॥ Apnake jana amar […]

এ তো খেলা নয়

এ তো খেলা নয়, খেলা নয় । এ যে হৃদয়দহনজ্বালা সখী ।। এ যে প্রাণভরা ব্যাকুলতা, গোপন মর্মের ব্যথা, এ যে কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা সখী ।। কে যেন সতত মোরে ডাকিয়ে আকুল করে, যাই-যাই করে প্রাণ- যেতে পারি নে । যে কথা বলিতে চাহি তা বুঝি বলিতে নাহি- কোথায় নামায়ে রাখি, সখী, এ […]

ক্ষমা কর মোরে

ক্ষমা কর মোরে, সখি, শুধায়ো না আর! মরমে লুকানো থাক্‌ মরমের ভার! যে গোপন কথা, সখি, সতত লুকায়ে রাখি ইষ্টদেবমন্ত্র-সম পূজি অনিবার তাহা মানুষের কানে ঢালিতে যে লাগে প্রাণে— লুকানো থাক্‌ তা, সখি, হৃদয়ে আমার! ভালোবাসি, শুধায়ো না কারে ভালোবাসি! সে নাম কেমনে, সখি, কহিব প্রকাশি! আমি তুচ্ছ হতে তুচ্ছ, সে নাম যে অতি উচ্চ, […]

চিনিলে না আমারে কি

চিনিলে না আমারে কি। দীপহারা কোণে আমি ছিনু অন্যমনে, ফিরে গেলে কারেও না দেখি॥ দ্বারে এসে গেলে ভুলে পরশনে দ্বার যেত খুলে– মোর ভাগ্যতরী এটুকু বাধায় গেল ঠেকি॥ ঝড়ের রাতে ছিনু প্রহর গণি। হায়, শুনি নাই, শুনি নাই রথের ধ্বনি তব রথের ধ্বনি। গুরুগুরু গরজনে কাঁপি বক্ষ ধরিয়াছিনু চাপি, আকাশে বিদ্যুতবহ্নি অভিশাপ গেল লেখি॥ Chinile […]