ফিরবে না তা জানি, তা জানি–

  ফিরবে না তা জানি, তা জানি– আহা,  তবু তোমার পথ চেয়ে জ্বলুক প্রদীপখানি॥           গাঁথবে না মালা   জানি মনে, আহা,  তবু ধরুক মুকুল আমার বকুলবনে প্রাণে   ওই পরশের পিয়াস আনি॥           কোথায় তুমি পথভোলা, তবু          থাক্‌-না আমার দুয়ার খোলা।           রাত্রি আমার গীতহীনা, আহা,  তবু বাঁধুক সুরে বাঁধুক তোমার বীণা– তারে   ঘিরে ফিরুক কাঙাল বাণী॥ রাগ: ভৈরব-কীর্তন তাল: ষষ্ঠী রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২৯ রচনাকাল (খৃষ্টাব্দ): 1923 […]

যে ছিল আমার স্বপনচারিণী

যে ছিল আমার স্বপনচারিণী                    তারে   বুঝিতে পারি নি।                         দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে॥           শুভক্ষণে কাছে ডাকিলে,               লজ্জা আমার ঢাকিলে গো,                         তোমারে         সহজে পেরেছি বুঝিতে॥ কে মোরে ফিরাবে অনাদরে,      কে মোরে ডাকিবে কাছে,           কাহার প্রেমের বেদনায়       আমার মূল্য আছে,               এ নিরন্তর সংশয়ে হায় পারি নে যুঝিতে–                    আমি    তোমারেই শুধু পেরেছি বুঝিতে॥ রাগ: ভৈরবী-কীর্তন তাল: দাদরা রচনাকাল […]

খেলাঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে

খেলাঘর     বাঁধতে লেগেছি   আমার   মনের ভিতরে। কত রাত   তাই তো জেগেছি   বলব কী তোরে॥ প্রভাতে     পথিক ডেকে যায়,   অবসর   পাই নে আমি হায়–               বাহিরের খেলায় ডাকে সে,   যাব কী ক’রে॥ যা আমার   সবার হেলাফেলা   যাচ্ছে ছড়াছড়ি পুরোনো    ভাঙা দিনের ঢেলা,   তাই দিয়ে ঘর গড়ি। যে আমার   নতুন খেলার জন   তারি এই   খেলার সিংহাসন,                 ভাঙারে   জোড়া দেবে সে   […]

কী পাই নি তারি হিসাব মিলাতে

কী পাই নি তারি হিসাব মিলাতে মন মোর নহে রাজি। কী পাই নি আজ হৃদয়ের ছায়াতে আলোতে বাঁশরি উঠেছে বাজি॥ কী পাই নি ভালোবেসেছিনু এই ধরণীরে ভালোবেসেছিনু ।। সেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে, কত বসন্তে দখিনসমীরে ভরেছে আমারি সাজি॥ কী পাই নি, নয়নের জল গভীর গহনে আছে হৃদয়ের স্তরে, বেদনার রসে গোপনে গোপনে সাধনা […]

শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা

শুধু          যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা, শুধু          আলো-আঁধারে কাঁদা-হাসা ॥ শুধু          দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু          দূরে যেতে যেতে কেঁদে চাওয়া, শুধু          নব দুরাশায় আগে চ’লে যায়–               পিছে ফেলে যায় মিছে আশা ॥               অশেষ বাসনা লয়ে ভাঙা বল,               প্রাণপণ কাজে পায় ভাঙা ফল,               ভাঙা তরী ধ’রে ভাসে পারাবারে,               ভাব কেঁদে মরে– ভাঙা ভাষা।               […]

চক্ষে আমার তৃষ্ণা

  চক্ষে আমার তৃষ্ণা, ওগো তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। আমি    বৃষ্টিবিহীন বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় যে পুড়ে॥ ঝড় উঠেছে তপ্ত হাওয়ায়,            মনকে সুদূর শূন্যে ধাওয়ায়–                 অবগুণ্ঠন যায় যে উড়ে॥                 যে-ফুল কানন করত আলো                 কালো হয়ে সে শুকাল। ঝরনারে কে দিল বাধা–            নিষ্ঠুর পাষাণে বাঁধা                 দুঃখের শিখরচূড়ে॥ রাগ: বৃন্দাবনী সারং-আড়ানা তাল: ঝাঁপতাল রচনাকাল (বঙ্গাব্দ): ভাদ্র, ১৩৪৪ রচনাকাল (খৃষ্টাব্দ): 1938 স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর chokkhe amar […]

বাজিল কাহার বীণা মধুর স্বরে

বাজিল কাহার বীণা মধুর স্বরে আমার নিভৃত নব জীবন-‘পরে প্রভাতকমলসম ফুটিল হৃদয় মম কার দুটি নিরুপম চরণ-তরে॥ জেগে উঠে সব শোভা, সব মাধুরী, পলকে পলকে হিয়া পুলকে পূরি। কোথা হতে সমীরণ আনে নব জাগরণ, পরানের আবরণ মোচন করে॥ লাগে বুকে সুখে দুখে কত যে ব্যথা, কেমনে বুঝায়ে কব না জানি কথা। আমার বাসনা আজি ত্রিভুবনে […]

হাসি কেন নাই ও নয়নে

হাসি কেন নাই ও নয়নে!         ভ্রমিতেছ মলিন-আননে। দেখো, সখী, আঁখি তুলি         ফুলগুলি ফুটেছে কাননে॥ তোমারে মলিন দেখি    ফুলেরা কাঁদিছে সখী শুধাইছে বনলতা         কত কথা        আকুল বচনে॥ এসো সখী, এসো হেথা,          একটি কহো গো কথা– বলো, সখী, কার লাগি পাইয়াছ মনোব্যথা। বলো, সখী, মন তোর  আছে ভোর      কাহার স্বপনে॥   রাগ: মিশ্র কাফি তাল: কাহারবা রচনাকাল (বঙ্গাব্দ): 1288 রচনাকাল (খৃষ্টাব্দ): 1881 hasi-kano-naye-o-naone

হায় কে দিবে আর সান্ত্বনা

হায় কে দিবে আর সান্ত্বনা। সকলে গিয়েছে হে, তুমি যেয়ো না– চাহো প্রসন্ন নয়নে, প্রভু, দীন অধীন জনে ॥ চারি দিকে চাই, হেরি না কাহারে। কেন গেলে ফেলে একেলা আঁধারে– হেরো হে শূন্য ভুবন মম ॥   hai-ke-dibe-ar-santona

আমারে দিই তোমার হাতে

 আমারে দিই তোমার হাতে                    নূতন ক’রে নূতন প্রাতে ॥ দিনে দিনেই ফুল যে ফোটে,   তেমনি করেই ফুটে ওঠে               জীবন তোমার আঙিনাতে                    নূতন ক’রে নূতন প্রাতে ॥               বিচ্ছেদেরই ছন্দে লয়ে                    মিলন ওঠে নবীন হয়ে। আলো-অন্ধকারের তীরে   হারায়ে পাই ফিরে ফিরে,               দেখা আমার তোমার সাথে                    নূতন ক’রে নূতন প্রাতে ॥ রাগ: ভৈরবী তাল: তেওরা রচনাকাল […]