আমারে দিই তোমার হাতে

 আমারে দিই তোমার হাতে

                   নূতন ক’রে নূতন প্রাতে ॥

দিনে দিনেই ফুল যে ফোটে,   তেমনি করেই ফুটে ওঠে

              জীবন তোমার আঙিনাতে

                   নূতন ক’রে নূতন প্রাতে ॥

              বিচ্ছেদেরই ছন্দে লয়ে

                   মিলন ওঠে নবীন হয়ে।

আলো-অন্ধকারের তীরে   হারায়ে পাই ফিরে ফিরে,

              দেখা আমার তোমার সাথে

                   নূতন ক’রে নূতন প্রাতে ॥

রাগ: ভৈরবী
তাল: তেওরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৭ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): ২১ মার্চ, ১৯১৪
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর
      amare-diye-tomar-haate - Swagatalakshmi Dasgupta