আষাঢ়, কোথা হতে আজ পেলি ছাড়া।

আষাঢ়, কোথা হতে আজ পেলি ছাড়া।
মাঠের শেষে শ্যামল বেশে ক্ষনেক দাঁড়া ।।
জয়ধ্বজা ওই-যে তোমার গগন জুড়ে
পুব হতে কোন্‌ পশ্চিমেতে যায় রে উড়ে,
গুরুগুরু ভেরী কারে দেয় যে সাড়া ।।
নাচের নেশা লাগলো তালের পাতায় পাতায়,
হাওয়ার দোলায় দোলায় শালের বনকে মাতায়।
আকাশ হতে আকাশে কার ছুটোছুটি,
বনে বনে মেঘের ছায়ায় লুটোপুটি-
ভরা নদীর ঢেউয়ে ঢেউয়ে কে দেয় নাড়া।।