তোমার দুয়ার খোলার ধ্বনি

তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে হৃদয়মাঝে ॥

তোমার ঘরে নিশি-ভোরে আগল যদি গেল সরে

আমার ঘরে রইব তবে কিসের লাজে?।

অনেক বলা বলেছি, সে মিথ্যা বলা।

অনেক চলা চলেছি, সে মিথ্যা চলা।

আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে–

      tomar-duar-kholar-dhwani - Swagatalakshmi Dasgupta
ভুলিয়ে যেন নেয় না মোরে আপন কাজে ॥