তুমি-তো বন্দিত নিত্য

তুমি-তো বন্দিত নিত্য নন্দিত নরকে
বাঙালির বুকে-মুখে তোমার তারিফ;
শঙ্খনীল কারাগারে, অপেক্ষা-সড়কে
বহুব্রীহি শিখা জ্বেলে দারুচিনি দ্বীপ

জোছনা ও জননীর গল্প বলে যায়
শ্রাবণ মেঘের দিনে বাঙালির ঘরে,
তাবৎ দেয়াল ভেঙে যুক্তির শিখায়
যখন স্বদেশ মুক্ত বিশ্ব-চরাচরে।

তুমি সেই মুক্তিযোদ্ধা, যুক্তি-অস্ত্রধারী,
আগুন পরশমণি, চিত্তে মানবিক;
মেঘের ছায়ায় ভেসে গাঙুড়ের পাড়ি,
নুহাশপল্লীর মায়া স্বর্গের অধিক।

জোনাকি-আলোয় শুদ্ধ জন্ম বারংবার
তুমিই ওষধি বীজ বিজয়ী বাংলার।

১৯.০৭.২০১৩
হুমায়ূন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী