গর্ভধারিনী

বন্ধ চোখের অন্ধকারে
যে আলোয় তোমাকে দেখি,
তেমনই কি আলোকিত আধার
তোমার গর্ভ?

 

শীতের কুয়াশাচ্ছন্ন ভোরে
তোমার কোলে যে উষ্ণতা,
তেমনই কি মমতা মাখা
ওম ওম তোমার জঠর?

 

নৈঃশব্দের নিরবতা ভেঙে
অস্ফুট যে শব্দ ফিসফিস করে,
তেমনই কি মৌনতার গানে
মুখরিত তোমার অন্তর?

 

ঝিনুক যেমন শক্ত শাঁসে
আগলে রাখে মুক্তো,
তেমনই কি রেখেছিলে আমায়
পরম মায়ায় চরম নিরাপদে?

 

ধমনীতে ধ্বনিত হয়
যে জীবন স্পন্দন,
প্রথম ক্রন্দনে ছিন্ন
এ কি তোমারই প্রতিধ্বনি?

 

চোখ বুঁজে আজও চোখের পলকে
একই অনুভূতি জাগে,
পৃথিবী এবং মাতৃগর্ভ
সব একাকার লাগে !  
——————————–
– নিলয়
১৭ মে ২০১৭, ঢাকা

ওয়েবপেজ: [email protected]

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
Alternative Textনিলয়- র আরো পোষ্ট দেখুন