আমি পাখি হবো

আমি পাখি হবো
হবো আকাশচারী,
বলো -
তুমি কি আকাশ হবে?
আমার আকাশ?

ঐ নীলাকাশে
মিষ্টি রোদের আলোয়
এলোমেলো বাতাসে
কিংবা প্রখর উত্তাপে
তুমি ছুঁয়ে যাবে
আমাকে। 
আমি পাখি হবো
তুমি আকাশ।।

জনি আসবে মেঘ
কখনো বা ঝড়,
হয়তো ভাঙবে ডানা
স্বপ্নের ঘর।

তবুও আকাশচারী
হতে চায় মন
তুমি আকাশ হলে
আমি পাখির মতন।
আমি পাখি হবো।।

যদি কখনো
নামে রাতের আঁধার,
যদি লাগে ভয়
পথ হারাবার,
তুমি ঐ আকাশে
জ্বেলে দিও দীপ
তারা হয়ে আজীবন জ্বলবে। 

বলো -
তুমি কি আাকাশ হবে?
আমার আকাশ?
আমি পাখি হবো।।
_____________________
- নিলয়
১লা জানুয়ারি ২০১৭
webpage: [email protected]

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( votes, average: ৫.০০ out of ৫)
Loading...
Alternative Textনিলয়- র আরো পোষ্ট দেখুন