বিলাপ

যদি যেতো
এইসব উপখ্যান ঐখানেই ছেড়ে আসা হতো
যেখানে তার সৃষ্টি!
সৃষ্টি, কখনও থামেনা
পথ বানায়, তাড়িয়ে বেড়ায়
পরিণতি চায়, কখনও হারায় না
পরিণতি, শুদ্ধ কি অশুদ্ধ
কি আসে যায়
প্রত্যুষের ধূপকাঠি, বেলা শেষে আগ্নেয়গিরি
অনুভূমিক!
নদী বৃষ্টির এই দেশ, এই মন
দহনে, ক্ষরণে ও ধারণে
আজ ক্রন্দসী অরণ্য..

 

 

মানিতা মিতু

ঢাকা, মে ১৯, ২০১৩

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মানিতা মিতু- র আরো পোষ্ট দেখুন