যেও না, যেও না ফিরে

যেও না, যেও না ফিরে দাঁড়াও বারেক দাঁড়াও হৃদয়-আসনে। চঞ্চল সমীর সম ফিরিছ কেন কুসুমে কুসুমে, কাননে কাননে। তোমায় ধরিতে চাহি, ধরিতে পারি নে। তুমি গঠিত যেন স্বপনে এস হে, তোমারে বারেক দেখি ভরিয়ে আঁখি ধরিয়া রাখি যতনে।। প্রাণের মাঝে তোমারে ঢাকিব ফুলের পাশে বাঁধিয়ে রাখিব তুমি দিবস-নিশি রহিবে মিশি কোমল প্রেম-শয়নে।। 21 Jeo nah, […]

দুজনে দেখা হল মধুযামিনী রে

দুজনে দেখা হল মধুযামিনী রে– কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে॥ নিকুঞ্জে দখিনাবায় করিছে হায়-হায়, লতাপাতা দুলে দুলে ডাকিছে ফিরে ফিরে॥ দুজনের আঁখিবারি গোপনে গেল বয়ে, দুজনের প্রাণের কথা প্রাণেতে গেল রয়ে। আর তো হল না দেখা, জগতে দোঁহে একা– চিরদিন ছাড়াছাড়ি যমুনাতীরে॥

কাল রাতের বেলা গান এল মোর মনে

কাল রাতের বেলা গান এল মোর মনে, তখন তুমি ছিলে না মোর সনে।। যে কথাটি বলব তোমায় ব’লে কাটল জীবন নীরব চোখের জলে সেই কথাটি সুরের হোমানলে উঠল জ্বলে একটি আঁধার ক্ষণে- তখন তুমি ছিলে না মোর সনে।। ভেবেছিলেম আজকে সকাল হলে সেই কথাটি তোমায় যাব বলে। ফুলের উদাস সুবাস বেড়ায় ঘুরে, পাখির গানে আকাশ […]

এ তো খেলা নয়

এ তো খেলা নয়, খেলা নয় । এ যে হৃদয়দহনজ্বালা সখী ।। এ যে প্রাণভরা ব্যাকুলতা, গোপন মর্মের ব্যথা, এ যে কাহার চরণোদ্দেশে জীবন মরণ ঢালা সখী ।। কে যেন সতত মোরে ডাকিয়ে আকুল করে, যাই-যাই করে প্রাণ- যেতে পারি নে । যে কথা বলিতে চাহি তা বুঝি বলিতে নাহি- কোথায় নামায়ে রাখি, সখী, এ […]

ধরা সে যে দেয় নাই,

ধরা সে যে দেয় নাই, দেয় নাই, যারে আমি আপনারে সঁপিতে চাই– কোথা সে যে আছে সংগোপনে, প্রতিদিন শত তুচ্ছের আড়ালে আড়ালে। এসো মম সার্থক স্বপ্ন, করো মোর যৌবন সুন্দর, দক্ষিণবায়ু আনো পুষ্পবনে। ঘুচাও বিষাদের কুহেলিকা, নবপ্রাণমন্ত্রের আনো বাণী। পিপাসিত জীবনের ক্ষুব্ধ আশা আঁধারে আঁধারে খোঁজে ভাষা– শূন্যে পথহারা পবনের ছন্দে, ঝরে-পড়া বকুলের গন্ধে॥

আষাঢ়, কোথা হতে আজ পেলি ছাড়া।

আষাঢ়, কোথা হতে আজ পেলি ছাড়া। মাঠের শেষে শ্যামল বেশে ক্ষনেক দাঁড়া ।। জয়ধ্বজা ওই-যে তোমার গগন জুড়ে পুব হতে কোন্‌ পশ্চিমেতে যায় রে উড়ে, গুরুগুরু ভেরী কারে দেয় যে সাড়া ।। নাচের নেশা লাগলো তালের পাতায় পাতায়, হাওয়ার দোলায় দোলায় শালের বনকে মাতায়। আকাশ হতে আকাশে কার ছুটোছুটি, বনে বনে মেঘের ছায়ায় লুটোপুটি- ভরা […]

তোমরা যা বলো তাই বলো

তোমরা যা বলো তাই বলো, আমার লাগে না মনে। আমার যায় বেলা, বয়ে যায় বেলা কেমন বিনা কারণে॥ এই পাগল হাওয়া কী গান-গাওয়া ছড়িয়ে দিয়ে গেল আজি সুনীল গগনে॥ সে গান আমার লাগল যে গো লাগল মনে, আমি কিসের মধু খুঁজে বেড়াই ভ্রমরগুঞ্জনে। ওই আকাশ-ছাওয়া কাহার চাওয়া এমন ক’রে লাগে আজি আমার নয়নে॥

ক্ষমা কর মোরে

ক্ষমা কর মোরে, সখি, শুধায়ো না আর! মরমে লুকানো থাক্‌ মরমের ভার! যে গোপন কথা, সখি, সতত লুকায়ে রাখি ইষ্টদেবমন্ত্র-সম পূজি অনিবার তাহা মানুষের কানে ঢালিতে যে লাগে প্রাণে— লুকানো থাক্‌ তা, সখি, হৃদয়ে আমার! ভালোবাসি, শুধায়ো না কারে ভালোবাসি! সে নাম কেমনে, সখি, কহিব প্রকাশি! আমি তুচ্ছ হতে তুচ্ছ, সে নাম যে অতি উচ্চ, […]

নির্ভয়

আমরা দুজনা স্বর্গ-খেলনা গড়িব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে। পঞ্চশরের বেদনামাধুরী দিয়ে বাসররাত্রি রচিব না মোরা প্রিয়ে; ভাগ্যের পায়ে দুর্বলপ্রাণে ভিক্ষা না যেন যাচি। কিছু নাই ভয়, জানি নিশ্চয় তুমি আছ, আমি আছি। উড়াব ঊর্ধ্বে প্রেমের নিশান দুর্গম পথমাঝে দুর্দম বেগে, দুঃসহতম কাজে। রুক্ষ দিনের দুঃখ পাই তো পাব, চাই না শান্তি, সান্ত্বনা নাহি […]

তরী আমার হঠাৎ ডুবে যায়

তরী আমার হঠাৎ ডুবে যায় কোন্‌খানে রে কোন্‌ পাষাণের ঘায়॥ নবীন তরী নতুন চলে, দিই নি পাড়ি অগাধ জলে– বাহি তারে খেলার ছলে কিনার-কিনারায়॥ ভেসেছিলেম স্রোতের ভরে, একা ছিলেম কর্ণ ধ’রে– লেগেছিল পালের ‘পরে মধুর মৃদু বায়। সুখে ছিলেম আপন-মনে, মেঘ ছিল না গগনকোণে– লাগবে তরী কুসুমবনে ছিলেম সেই আশায়॥