ঐ কে আমায় ফিরে ডাকে

ঐ কে আমায় ফিরে ডাকে। ফিরে যে এসেছে তারে কে মনে রাখে। আমি চলে এনু বলে কার বাজে ব্যথা। কাহার মনের কথা মনেই থাকে। আমি শুধু বুঝি সখী, সরল ভাষা, সরল হৃদয় আর সরল ভালোবাসা। তোমাদের কত আছে, কত মন প্রাণ, আমার হৃদয় নিয়ে ফেলো না বিপাকে। OIi ke amay fire Dake

আমার যদি বেলা যায় গো বয়ে

আমার যদি বেলা যায় গো বয়ে জেনো জেনো আমার মন রয়েছে তোমায় লয়ে॥ পথের ধারে আসন পাতি, তোমায় দেবার মালা গাঁথি– জেনো জেনো তাইতে আছি মগন হয়ে॥ চলে গেল যাত্রী সবে নানান পথে কলরবে। আমার চলা এমনি ক’রে আপন হাতে সাজি ভ’রে– জেনো জেনো আপন মনে গোপন রয়ে॥ Amar jodi jai go bela

ওই ঝঞ্ঝার ঝঙ্কারে বাজল ভেরী

ওই ঝঞ্ঝার ঝঙ্কারে বাজল ভেরী, বাজল ভেরী। কখন্ আমার খুলবে দুয়ার– নাইকো দেরি, নাইকো দেরি॥ তোমার তো নয় ঘরের মেলা, কোণের খেলা গো– তোমার সঙ্গে বিষম রঙ্গে জগৎ জুড়ে ফেরাফেরি॥ মরণ তোমার পারের তরী, কাঁদন তোমার পালের হাওয়া– তোমার বীণা বাজায় প্রাণে বেরিয়ে যাওয়া, হারিয়ে যাওয়া। ভাঙল যাহা পড়ল ধুলায়যাক্-না চুলায় গো– ভরল যা তাই […]

আপনাকে এই জানা আমার ফুরাবে না।

আপনাকে এই জানা আমার ফুরাবে না। এই জানারই সঙ্গে সঙ্গে তোমায় চেনা ॥ কত জনম-মরণেতে তোমারি ওই চরণেতে আপনাকে যে দেব, তবু বাড়বে দেনা ॥ আমারে যে নামতে হবে ঘাটে ঘাটে, বারে বারে এই ভুবনের প্রাণের হাটে। ব্যবসা মোর তোমার সাথে চলবে বেড়ে দিনে রাতে, আপনা নিয়ে করব যতই বেচা কেনা ॥ Apnake jana amar […]

একদিন চিনে নেবে তারে

একদিন চিনে নেবে তারে, তারে চিনে নেবে অনাদরে যে রয়েছে কুন্ঠিতা ॥ সরে যাবে নবারুণ-আলোকে এই কালো অবগুন্ঠন– ঢেকে রবে না রবে না মায়াকুহেলীর মলিন আবরণ, তারে চিনে নেবে ॥ আজ গাঁথুক মালা সে গাঁথুক মালা, তার দু:খরজনীর অশ্রুমালা । কখন দুয়ারে অতিথি আসিবে, লবে তুলি মালাখানি ললাটে । আজি জ্বালুক প্রদীপ চির-অপরিচিতা পূর্ণ প্রকাশের […]

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া

কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া তোমার চরণে দিব হৃদয় খুলিয়া চরণে ধরিয়া তব কহিব প্রকাশি গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, কেমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি চিরজন্ম সঙ্গোপনে পূজিব একাকী– কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। আপনি আজিকে যবে শুধাইছ আসি, […]

সাধারণ মেয়ে

আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি, শরৎবাবু, “বাসি ফুলের মালা’। তোমার নায়িকা এলোকেশীর মরণ-দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে। পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি, দেখলেম তুমি মহদাশয় বটে– জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি। বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তাই জেনে পুলক লাগত […]

আজি মেঘ কেটে গেছে সকালবেলায়

আজি মেঘ কেটে গেছে সকালবেলায়, এসো এসো এসো তোমার হাসিমুখে । এসো আমার অলস দিনের খেলায় ।। স্বপ্ন যত জমেছিল আশা-নিরাশায় তরুণ প্রাণের বিফল ভালোবাসায় দিব অকূল-পানে ভাসায়ে ভাঁটার গাঙের ভেলায় ।। দুঃখসুখের বাঁধন তারি গ্রন্থি দিব খুলে, আজি ক্ষণেক-তরে মোরা রব আপন ভুলে । যে গান হয় নি গাওয়া যে দান হয় নি পাওয়া- […]

চিত্ত তোমায় নিত্য হবে

আমার চিত্ত তোমায় নিত্য হবে সত্য হবে – ওগো সত্য, আমার এখন সুদিন। ঘটবে কবে। সত্য সত্য সত্য জপি, সকল বুদ্ধি সত্যে সঁপি, সীমার বাঁধন পেরিয়ে যাব নিখিল ভবে – সত্য তোমার পূর্ণ প্রকাশ দেখব কবে। তোমায় দূরে সরিয়ে মরি আপন অসত্যে। কী যে কান্ড করি গো সেই ভূতের রাজত্বে। আমার আমি ধুয়ে মুছে তোমার […]

মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো

মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে॥ তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় বাজে অলখিত তারি চরণে রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি॥ গোপন স্বপনে ছাইল অপরশ আঁচলের নব নীলিমা। উড়ে যায় বাদলের এই বাতাসে তার ছায়াময় এলো কেশ […]