আমি

ফেরাতে পারি না মুখ যেই দিকে, সেই দিকে সে যে মত্ত নৃত্যরতা, আর ব্যথিতার ভঙ্গি তুলে ধরে আমার নিষিদ্ধ চোখ জেগে থাকে নিজের কোটরে অথচ দেয় না দৃষ্টি। মরণের মধুর আমেজে নাচের ঘুঙুর বাজে, মেঝে তার কাঁপে পদপাতে প্রতিটি ধ্বনির তীর বিদ্ধ করে এই ভীরু বুক কেউ যেন বলে ওঠে, এইবার ফেনিয়ে উঠুক দুঃখ তোর, […]

তোমার জন্মভূমি

তোমাদের শুরু আমার তো হায় সন্ধ্যাবেলা পার হয়ে আসি উদয়ের কত রোদের খেলা গোধূলির ধূলি আকাশে উড়ছে, আমি একেলা এই তো শেষের সন্ধ্যাকালের আলোর খেলা। মুখের উপর ছায়া নেমে আসে মায়ার ঝিলিক ঘরে ফিরে বুঝি নৃত্য করে! অস্ত-সূর্য ডাক দেয় কারে ওই তো নামছে ধূসর সন্ধ্যা শেষের বেলা নামটি ধরে। পার হয়ে যাই হাঁটতে হাঁটতে […]

দৃশ্যপট

দৃশ্যপট চিরস্থির। তবু কেউ নড়ে ওঠে গাছে শিরায় সন্ধিতে তার দীর্ঘশ্বাস, বাতাসে লবণ রক্তের গতির মধ্যে যেন তার বার্তা লেগে আছে মজ্জায় কি গলে যাও হে অদৃশ্য, হলুদ দ্রবণ? বস্তুর আস্বাদ চোখ লোলজিহ্বা বিস্বাদে মিলন বিবর্ণ বাতাসে তাই লালা ঝরে অদ্ভুত ক্ষুধার এদিকে আয়ুতে বেঁধে কৃপণের কয়েকটি দিন_ অপব্যয়ে ভরে গিয়ে আজ বলি তোমার সুধার […]

প্রেম

একটি রাতের কাছে পরাভব মানো কি যুবতী? ভাবো চাঁদ নক্ষত্রের পাশেই রয়েছে। তারপর নোদী গেছে বাঁক ধরে ঢেউয়ে ঢেউয়ে মৃদু মন্দগতি বালিশ ভাসিয়ে দিয়ে নামে জল তোমার ওপর। পুরুষ পাথর বটে কিন্তু যদি দশটি চুম্বনে পাষাণ বিদীর্ণ হয়ে ভাস্করের কান্না হয়ে যায় শিলার কাঠিন্য নিয়ে তবে আর স্বপ্নে জাগরণে বলো কোন নদী আর প্রস্তরের বদনাম […]

সৃজনের শিহরণ

হাওয়ায় তুফান ছোটে থরথর কাঁপা ঠোঁটে যেন কার কথা আমারে পাঠাল বুঝি গূঢ় কোনো শব্দের বারতা তবু জেগে ওঠা এ বক্ষের বাসনা—চোখ তুলে চেয়ে থাকি। চোখ তুলে চেয়ে থাকি এ কোন নৈঃশব্দ্যের বেগ তুলেছে ঝড়ের দৃশ্য? তুলেছে প্রচণ্ড আবেগ আমার মুঠোর মধ্যে— খুলে দেখি আঁকিবুঁকি রেখার রচনা। কী কথা পাঠাল কেউ, চারিদিকে উড়ছে পাতারা— আমি […]

জন্মের কষ্ট, বিজয়ের হাসি

ওগো মা আমার, এমন বাদলবৃষ্টির দিনে আমাকে প্রসব করেছিলে তুমি কী ভেবে বলো? জন্মের জ্বালা আজও লেগে আছে শরীরে আমার আঁখি ছলছল চোখ দুটি মেলো এই তো আমি ভূমিষ্ঠ হয়ে ধরে আছি মাটি জন্মভূমি; তোমার কষ্ট বুঝতে চাইছি— হয়নি স্পষ্ট আমার কাছে, গাছ থেকে গাছে উড়ে গেছে পাখি আমি চেয়ে থাকি খুঁজছি কোনো হারানো সূত্র—তোমার […]

ফুটবল ফুটবল

গোল গোল গোল, সারা গায়ে শিহরণ চেতনায় জাগরণ চারিদিকে চিৎকার— গোল গোল গোল। কী যে পুলকের ঠেলা মেলাভাঙা পথচলা, এই খেলা সেরা খেলা; গোধূলি আলোর বেলা সারা গায়ে ঝংকার ওঙ্কারে মাতোয়ারা অবশেষে শেষ বেলা ঠেলা খেয়ে বাড়ি ফেরা এই সেরা এ-ই সেরা! শেষ নেই শেষ নেই হিংসা বা দ্বেষ নেই আনন্দ উল্লাস শিহরণ উচ্ছ্বাস গোল […]

আজ উৎসব

তুমিই এনেছ ঝঞ্ঝার বেগ তুমিই এনেছ ঝড় তোমার চলনে বলনে কাঁপছে ধরণীটা থরথর খোঁপাভাঙা কেশে মিশে গেছে এসে মহাপ্রলয়ের রব কারা খলখল হাসিতে উজ্জ্বল মানে না কো পরাভব বলে উৎসব আজ উৎসব আজ আমাদের দিন আমাদের হাতে নতুন প্রভাতে আনন্দ সীমাহীন আমরা ছড়াব আলোর রশ্মি প্রভাত বেলার গান আমাদের গান নব আহ্বান জাগুক হাজারো প্রাণ […]

আমার পতাকা

ওই তো আমার পতাকা উড়ছে স্বাধীনতার সবুজের মাঝে লাল সূর্যের আলোর ধার শ্যামল কোমল শস্যের রঙ মাতায় মন তার মাঝে গোল আলোর গোলক, বয় পবন বাতাসে ছড়ায় আশার সুরভী ভাষার গান আমরা গাইবো মিলিত কণ্ঠে স্বাধীন প্রাণ দিক বিজয়ের সুর ঝংকারে কাঁপে ঈশান তার মাঝে আজ ছড়িয়ে পড়–ক এই নিশান আমাদের পথ আমাদের মত দেখায় […]

ভাষাই মানুষের ভরসা

আমি আগেও কোথাও হয়তো বলেছিলাম একমাত্র মানুষেরই ভাষা আছে। আর কোনো প্রাণীর ভাষা নেই। আছে ইশারা ইঙ্গিত চিৎকার এবং শীৎকার ইত্যাদি। মানুষ একাই কেবল ভাষার অধিকারী। ভাষা হলো অর্থবহ শব্দ উচ্চারণ উৎসারণ ইত্যাকার বিষয়ের সমবেত শক্তিস্বরূপ। অন্যান্য প্রাণী দুঃখ পেলে ক্রুদ্ধ হলে কিংবা অন্যবিধ অভিব্যক্তি প্রকাশের জন্য প্রয়াসী হয়। এই প্রয়াসকে কেউ ভাষা বলে না। […]