সৃজনের শিহরণ

হাওয়ায় তুফান ছোটে থরথর কাঁপা ঠোঁটে যেন কার কথা
আমারে পাঠাল বুঝি গূঢ় কোনো শব্দের বারতা
তবু জেগে ওঠা এ বক্ষের বাসনা—চোখ তুলে চেয়ে থাকি।

চোখ তুলে চেয়ে থাকি
এ কোন নৈঃশব্দ্যের বেগ তুলেছে ঝড়ের দৃশ্য?
তুলেছে প্রচণ্ড আবেগ আমার মুঠোর মধ্যে—
খুলে দেখি আঁকিবুঁকি রেখার রচনা।
কী কথা পাঠাল কেউ, চারিদিকে উড়ছে পাতারা—
আমি বলি, শুরু হোক এলোমেলো দুঃখ-শোক—যেন এক দৃশ্যের ধারণা
ঠোঁট বলে, শুরু শুরু, প্রাণ কাঁপে দুরুদুরু—এই তবে দৃশ্যের সূচনা!

আশা দিয়ে ভাষা দিয়ে করি এক কাব্যের সূচনা।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
আল মাহমুদ- র আরো পোষ্ট দেখুন