তোমার জন্মভূমি

তোমাদের শুরু আমার তো হায় সন্ধ্যাবেলা
পার হয়ে আসি উদয়ের কত রোদের খেলা
গোধূলির ধূলি আকাশে উড়ছে, আমি একেলা
এই তো শেষের সন্ধ্যাকালের
আলোর খেলা।

মুখের উপর ছায়া নেমে আসে
মায়ার ঝিলিক ঘরে ফিরে বুঝি নৃত্য করে!
অস্ত-সূর্য ডাক দেয় কারে ওই তো নামছে
ধূসর সন্ধ্যা শেষের বেলা নামটি ধরে।
পার হয়ে যাই হাঁটতে হাঁটতে একটা জীবন
পিছনে রয়েছে গভীর আঁধার আর ঘন বন
কে যেন আমায় ডাকে ইশারায়, বলে আয় আয়
আমি হেঁটে হেঁটে পথের মাঝেই একটু দাঁড়াই
পথের শব্দ কারা যেন বলে আরে নাই নাই
তবু আমি যাই অন্ধকারের ছায়ায় দাঁড়াই।
আমার নামটি কে যেন পুকারে বলে, এসো এসো,
আমি ডুবে যাই ছায়ার মায়ায় সাঁঝের আলো হেসে বলে এসো
ফিরবে কি ঘরে, প্রদীপ জ্বালো।

তোমার মুখটি মায়ার ছলনা আর কিছু নয়
যাচ্ছো তো হেঁটে বহু কিছু ঘেঁটে তোমার বিজয়
লিখবে এমন কারা আছে বল।
আঁখি ছলছল, কাঁদছো কি তুমি!
পায়ের নিচেই আছে তোমার জন্মভূমি বাংলাদেশের
মাটির শীতল পাটি বিছিয়েছে তারা যেন ঠিকই
তোমার এখন যেতে হবে, দূরে নিতে হবে পথ ঠিকই।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
আল মাহমুদ- র আরো পোষ্ট দেখুন