ঘুমের স্বপ্নে আজ

কাকে যেন আমি পথে রেখে একা বাঁক ঘুরে বহুদূরে এসেছি এখানে গঞ্জে ও গ্রামে পরিচিত কেউ নেই আছে শুধু স্মৃতি আছে বিস্মৃতি নিদ্রার শীতলতা আমার ঘুমের স্বপ্নেও আজ ভাসে না তোমার নাম। এখন একাকী অস্তাচলের যাত্রী আমি কি একাই? অথচ ভাবনায় আছো তুমি ঠিকই কে দেবে এর নাম নাম নেই আর গ্রাম নেই শুধু আছে […]

'তৃষ্ণার অগি্নতে একা'

আমরা কেউ মরি না একটি অন্তহীন মৃত্যুহীন বিলয়হীন সমাপ্তিহীন জীবনের অংশ হয়ে আমরা বেঁচে থাকি বেঁচে আছি এবং এই বেঁচে থাকার কোনো অতীত নেই বর্তমান নেই ভবিষ্যত নেই একটি সময়হীনতার কেন্দ্রবিন্দুতে আমরা বেঁচে আছি সবাই… ….কবি ফজল শাহাবুদ্দীন আমার দীর্ঘদিনের একজন অন্তরঙ্গ বন্ধু এবং সুহৃদ ছিলেন। তিনি তার যৌবনের প্রারম্ভে কবিতার দিকে তার অন্তরের সমস্ত […]

ঝরার গান

পাতা ঝরছে পাতা ঝরছে, ঝরছে প্রাণ এই পৌষের ঠান্ডা হাওয়ায় লেপের ঘ্রাণ লাগছে এসে আমার নাকে আমার দেহে— কী আরাম! হাত দিও না তোমার হাতে শীতের ঢেউ শীত নিয়ে আজ গীত বেঁধেছি আসবে কেউ, আসুক তবে হাসুক তবে কথার ঢেউ— শীতে পালায় গীতের নেশা আমার নাম! তবু তো শীত ভীত কাঁপানো বাড়ায় হাত হাত দিও […]

ছন্দে জাগায়, গন্ধে মাতায়

বহুদূর থেকে ভেসে আসে কানে ধ্বনিত রঙ্গ বুক কাঁপে আর সুখে কেঁপে ওঠে আমার অঙ্গ কবি আমি বটে সবার আগে আমি মনুষ্য দেখি চারিদিকে ছড়িয়ে পড়েছে আমার শস্য গানের আকারে প্রাণের তাগিদে আমি বেঁচে আছি সময়ের মাঝে আমার মৃত্যু নিশ্চিত নয় মৃত্যু মানেই সমাপ্তি তাই গাহি জীবনের জয় আমাকে দেখেই হাত বাড়িয়েছে ঐ যে আকাশ […]

জেলগেটে দেখা

সেলের তালা খোলা মাত্রই এক টুকরো রোদ এসে পড়লো ঘরের মধ্যে আজ তুমি আসবে । সারা ঘরে আনন্দের শিহরণ খেলছে । যদিও উত্তরের বাতাস হাড়েঁ কাঁপন ধরিয়ে দিয়ে বইছে , তবু আমি ঠান্ডা পানিতে হাত মুখ ধুয়ে নিলাম। পাহারাদার সেন্ট্রিকে ডেকে বললাম, আজ তুমি আসবে । সেন্ট্রি হাসতে হাসতে আমার সিগ্রেটে আগুন ধরিয়ে দিল । […]

কী আনন্দ

একটি পাখি ডাকছে একা শরৎকালে কী নাম যে তার কেমনে বলি এই সকালে! ঘুম ভাঙা রোদ ছড়িয়ে পড়ে হলুদ বরণ ডাক দিয়েছে হাঁক দিয়েছে জীবন-মরণ। পাখির পিছে ঘুরতে গিয়ে কাঁপছি আমি, কাঁপছে ডানা নেই ঠিকানা, কোন দিকে যাই একটু দাঁড়াই— হাত বাড়ালে ধরতে কি পাই আঁচল তোমার? ফুলের গন্ধে প্রাণ মাতানো গানের কলি উপচে ওঠে… […]

কিসের টানে

দুঃসাহসে কাঁধে হাত রেখে দাঁড়ালাম শেষে এখন আমার যাত্রার পালা নিরুদ্দেশে পেছনে থাকুক পরিচিত সব গাছের সারি আমি চলে যাব সব কিছু ছাড়ি নিজের বাড়ি। জানি না কোথায় ছিল ঘরবাড়ি কী ছিল সেখানে? তবু শুধু কেন কিসের ইঙ্গিত আমাকে টানে। আমাকে কেবলই ডাক দেয় কে যে! নাই তার ভাষা কেবলই ইশারায় ডাক দিয়ে বলে এসো […]

শুধুই নীল

যে শাদা দেখি ঐ বকের পাখাতে সে রঙ চায় ওকি আকাশে মাখাতে বোঝে না পাখি সে কি নীলের শিথানে কী ফুল ফুটে আছে আকাশে-বিতানে? আলেয়া ঝিকিমিকি সন্ধ্যারাতে যে নদী বয়ে যায় মনের অতলে কে গোনে ঢেউ তার রূপালি সে জলে৷ কে অাঁকে বনে ঐ সবুজ কাহিনী লাজুক চোখ তুলে আজও তো চাহিনি, কী মায়া আছে […]

বিজয়ের গান

এক পা এগিয়ে দুই পা পিছানো এই খেলা আর নয় যাদের রক্তে উঠেছে সূর্য গেয়ে ওঠো তারই জয়। যেতে হবে বহুদূর দূরের নকিব ভাবছে তোমাকে বুক কাঁপে দুরুদূর। ভয়ের মাসুল দিয়েছো অনেক জয়ের মাল্য চাই এসো একবার এই প্রান্তরে বিজয়ের গান গাই। জয়ের চিহ্ন তোমার ললাটে ঘাম হয়ে গেছে নেমে সঙ্গীত কতো বেজেছে আকাশে পা […]

মাতৃছায়া

হারিয়ে কানের সোনা এ-বিপাকে কাঁদো কি কাতরা? বাইরে দারুন ঝড়ে নুরে পড়ে আনাজের ডাল, তস্করের হাত থেকে জেয়র কি পাওয়া যায় ত্বরা – সে কানেট পরে আছে হয়তো বা চোরের ছিনাল ! পোকায় ধরেছে আজ এ দেশের ললিত বিবেকে মগজ বিকিয়ে দিয়ে পরিতৃপ্ত পন্ডিত সমাজ। ভদ্রতার আবরণে কতদিন রাখাযায় ঢেকে যখন আত্মায় কাঁদে কোনো দ্রোহী […]