আমি

ফেরাতে পারি না মুখ যেই দিকে, সেই দিকে সে যে

মত্ত নৃত্যরতা, আর ব্যথিতার ভঙ্গি তুলে ধরে

আমার নিষিদ্ধ চোখ জেগে থাকে নিজের কোটরে

অথচ দেয় না দৃষ্টি।

মরণের মধুর আমেজে

নাচের ঘুঙুর বাজে,

মেঝে তার কাঁপে পদপাতে

প্রতিটি ধ্বনির তীর বিদ্ধ করে এই ভীরু বুক

কেউ যেন বলে ওঠে,

এইবার ফেনিয়ে উঠুক দুঃখ তোর,

প্রেম কাম পিপাসার ইচ্ছার আঘাতে তবু কী যে নির্বিকার,

অথচ ধার্মিক নই আমি পেঁৗছার আকাঙ্ক্ষা নেই কোনো সত্যে,

কোনো দায় ভাগে, ত্যাগেও অভ্যস্ত নই,

কামনার কুলীন পরাগে ফলাতে চাইনে কোনো মিথ্যে ফল।

আমি কারো স্বামী অথবা সন্তান নই,

সাধারণ রাগে অনুরাগে হয় না রক্তের গতি ধাববান_ আমি শুধু আমি।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
আল মাহমুদ- র আরো পোষ্ট দেখুন