তার জন্যও অপেক্ষায় আছি

বাংলার আকাশ দেখেছি সাগর দেখেছি
নদী পাহাড় ঝর্ণা দেখেছি সুখের রং দেখেছি
প্রাণশক্তির সুক্ষ্মবোধ সমতার স্বচ্ছতা এখানে
অনেক বেশী আমি অনুভব করেছি দেখেছি
কঠিন পাহাড়ও সবুজ মূলধন নিয়ে গর্বিত
বিনিয়োগকারী সমাজের প্রতিনিধি নিয়ে
কমিটি গঠন করতে চায় নতুন নতুন সমস্যা
সমাধানের জন্য অক্ষর শব্দ ছন্দ নিয়ে
নদীর সাথে বন্ধুত্ব করতে চায় আমি
দেখেছি অভিজ্ঞতা থেকে বুঝেছি সব
সুখ দুঃখের নির্যাস মানুষকে বেদনায়
ফুলে সাজাতে চায় না দেখতে চায় না
দু:সহ পরিস্থিতি খুঁজে বেড়ায় সুন্দর মন।

আমিও কারও থেকে আলাদা নই
এদেশের মাটির ঘ্রাণ পাগল করে অহরহ
আমাকে নিয়ে যায় নীল সাগরে
ফেনিল স্রোতে নিয়ে যায় ওখানে দেখাতে সুখ
চায় অশেষ সুন্দর বোঝাতে চায় জীবন
আমি প্রাণের আনন্দ শুঁকে দেখেছি
নির্ভরশীল একজন বন্ধু সে একা একাই
বুঝে নিয়েছি। তবুও কথা থাকে। একটি।

অপেক্ষার উষ্ণ হাত বাড়িয়ে রেখেছি একাই
কান পেতে শুনবো সেই সুখের শব্দটি একাই?
তার জন্যও অপেক্ষায় আছি সবটুকু একাই।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
বেলাল চৌধুরী- র আরো পোষ্ট দেখুন