কথা যখন ভাষা নিয়ে

আঞ্চলিক ভাষা প্রথম আলো ব্লগ এ আঞ্চলিক ভাষা নিয়ে অনেক লেখা হচ্ছে । পৃথিবীর সব ভাষা তে আঞ্চলিক ভাষা আছে। কথ্যভাষা বা আঞ্চলিক ভাষা ৩০ থেকে ৩৫ কিলো মিটার এ পরিবর্তন আছে ।চট্রগ্রাম এর আঞ্চলিক ভাষা বলতে আমরা যা বুঝি সীতাকুন্ড পার হয়ে মিরসরাই গেলে যে আঞ্চলিক ভাষা পাবেন সেটা না চট্রগামের না নোয়াখালীর !
জাপানের একটা উদাহরন দেই ওসাকার লোকদের আঞ্চলিক ভাষা আর টোকিও র আঞ্চলিক ভাষা তে অনেক পার্থক্য । আর একটা কথা গোপনে বলে রাখি ওসাকা র লোকজ়ন বেশী কথা বলে ।
রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মিতা- র আরো পোষ্ট দেখুন