আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে

আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে বসন্তের এই মাতাল সমীরণে ॥ আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,আজ যাব না যাব না গো যাব না যে, রইনু পড়ে ঘরের মাঝে– এই নিরালায় এই নিরালায় রব আপন কোণে। যাব না এই মাতাল সমীরণে ॥ আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে,আজ আমার এ ঘর বহু যতন করে ধুতে হবে মুছতে হবে […]

জেনে শুনে বিষ করেছি পান

জেনে শুনে বিষ করেছি পান। আমি, জেনে শুনে বিষ করেছি পান। প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ। আমি জেনে শুনে বিষ করেছি পান। আমি জেনে শুনে বিষ করেছি পান। যতই দেখি তারে ততই দহি, আপন মনোজ্বালা নীরবে সহি, যতই দেখি তারে ততই দহি, আপন মনোজ্বালা নীরবে সহি, তবু পারি নে দূরে যেতে, মরিতে আসি, লই গো […]

আমায় থাকতে দে

আমায় থাকতে দে- আমায় থাকতে দে না আপন-মনে। আমায় থাকতে দে আমায় থাকতে দে না সেই চরণের পরশখানি মনে পড়ে ক্ষণে ক্ষণে আপন মনে থাকতে দে আমায় থাকতে দে না কথার পাকে কাজের ঘোরে ভুলিয়ে রাখে কে আর মোরে, কথার পাকে কাজের ঘোরে ভুলিয়ে রাখে কে আর মোরে, তার স্মরণের বরণমালা গাঁথি বসে গোপন কোণে […]

যেয়ো না, যেয়ো না ফিরে,

যেয়ো না, যেয়ো না ফিরে, দাঁড়াও, বারেক দাঁড়াও হৃদয়-আসনে। চঞ্চল সমীর সম ফিরিছ কেন, কুসুমে কুসুমে, কাননে কাননে। তোমায় ধরিতে চাহি, ধরিতে পারি নে, তুমি গঠিত যেন স্বপনে, এস হে, তোমারে বারেক দেখি ভরিয়ে আঁখি, ধরিয়া রাখি যতনে। প্রাণের মাঝে তোমারে ঢাকিব, ফুলের পাশে বাঁধিয়ে রাখিব, তুমি দিবস-নিশি রহিবে মিশি কোমল প্রেম-শয়নে। রাগ: নট-ভূপালী তাল: […]

ঐ মহামানব আসে

ঐ মহামানব আসে; দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্ত্যধূলির ঘাসে ঘাসে। সুরলোকে বেজে উঠে শঙ্খ, নরলোকে বাজে জয়ডঙ্ক– এল মহাজন্মের লগ্ন। আজি অমারাত্রির দুর্গতোরণ যত ধূলিতলে হয়ে গেল ভগ্ন। উদয়শিখরে জাগে মাভৈঃ মাভৈঃ রব নব জীবনের আশ্বাসে। জয় জয় জয় রে মানব-অভ্যুদয়, মন্দ্রি উঠিল মহাকাশে।      উদয়ন শান্তিনিকেতন  ১ বৈশাখ ১৩৪৮ “সভ্যতার সংকট” রবীন্দ্রনাথ ঠাকুরের […]

ডাকব না, ডাকব না অমন করে বাইরে থেকে।

ডাকব না, ডাকব না অমন করে বাইরে থেকে। পারি যদি অন্তরে তার ডাক পাঠাব, আনব ডেকে॥ দেবার ব্যথা বাজে আমার বুকের তলে, নেবার মানুষ জানি নে তো কোথায় চলে– এই দেওয়া-নেওয়ার মিলন আমার ঘটাবে কে॥ মিলবে না কি মোর বেদনা তার বেদনাতে– গঙ্গাধারা মিশবে নাকি কালো যমুনাতে গো। আপনি কী সুর উঠল বেজে আপনা হতে […]

প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে

প্রাঙ্গণে মোর শিরীষশাখায় ফাগুন মাসে কী উচ্ছ্বাসে ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা। ক্ষান্তকূজন শান্তবিজন সন্ধ্যাবেলা প্রত্যহ সেই ফুল্ল শিরীষ প্রশ্ন শুধায় আমায় দেখি ‘এসেছে কি– এসেছে কি। ‘ আর বছরেই এমনি দিনেই ফাগুন মাসে কী উচ্ছ্বাসে নাচের মাতন লাগল শিরীষ-ডালে স্বর্গপুরের কোন্‌ নূপুরের তালে। প্রত্যহ সেই চঞ্চল প্রাণ শুধিয়েছিল, ‘শুনাও দেখি আসে নি কি– আসে নি […]

আমি কেবলি স্বপন করেছি বপন

আমি কেবলি স্বপন করেছি বপন বাতাসে— তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে। ছায়ার মতন মিলায় ধরণী, কূল নাহি পায় আশার তরণী, মানসপ্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে। কিছু বাঁধা পড়িল না শুধু এ বাসনা- বাঁধনে। কেহ নাহি দিল ধরা শুধু এ সুদূর সাধনে। আপনার মনে বসিয়া একেলা অনলশিখায় কী করিনু খেলা, দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে। আমি […]

যারা বিহান-বেলায় গান এনেছিল আমার মনে

যারা বিহান-বেলায় গান এনেছিল আমার মনে সাঁঝের বেলায় ছায়ায় তারা মিলায় ধীরে। একা বসে আছি হেথায় যাতায়াতের পথের তীরে, আজকে তারা এল আমার স্বপ্নলোকের দুয়ার ঘিরে। সুরহারা সব ব্যথা যত একতারা তার খুঁজে ফিরে। প্রহর-পরে প্রহর যে যায়, বসে বসে কেবল গণি নীরব জপের মালার ধ্বনি অন্ধকারের শিরে শিরে॥

গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা ।

গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা । আমার যা কথা ছিল হয়ে গেল সারা ।। হয়তো সে তুমি শোন নাই , সহজে বিদায় দিলে তাই – আকাশ মুখর ছিল যে তখন , ঝরোঝরো বারিধারা ।। চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি , আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি । আর কি কখনো কবে এমন সন্ধ্যা হবে – জনমের […]