আমার প্রানের মানুষ আছে প্রাণে

আমার প্রানের মানুষ আছে প্রাণে তাই হেরি তায় সকল খানে।। আছে সে নয়নতারায় আলোক ধারায় তাই না হারায় ওগো তাই দেখি তায় যেথায় সেথায় তাকাই আমি যে দিক পানে।। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা। শোনা হল না হলো না আজ ফিরে এসে নিজের দেশে এই যে শুনি, শুনি তাহার বানী আপন গানে।। […]

এরা সুখের লাগি চাহে প্রেম,

এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়। এমনি মায়ার ছলনা। এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়। তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ, তাই মান অভিমান, তাই এত হায় হায়। প্রেমে সুখ দুখ ভুলে তবে সুখ পায়। সখী চলো, গেল নিশি, স্বপন ফুরাল, মিছে আর কেন বল। শশী ঘুমের […]

চিনিলে না আমারে কি

চিনিলে না আমারে কি। দীপহারা কোণে আমি ছিনু অন্যমনে, ফিরে গেলে কারেও না দেখি॥ দ্বারে এসে গেলে ভুলে পরশনে দ্বার যেত খুলে– মোর ভাগ্যতরী এটুকু বাধায় গেল ঠেকি॥ ঝড়ের রাতে ছিনু প্রহর গণি। হায়, শুনি নাই, শুনি নাই রথের ধ্বনি তব রথের ধ্বনি। গুরুগুরু গরজনে কাঁপি বক্ষ ধরিয়াছিনু চাপি, আকাশে বিদ্যুতবহ্নি অভিশাপ গেল লেখি॥ Chinile […]

আমার পরান যাহা চায়

আমার পরান যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো। তোমা ছাড়া আর এ জগতে মোর, কেহ নাই কিছু নাই গো। তুমি সুখ যদি নাহি পাও, যাও, সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে, আর কিছু নাহি চাই গো। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। যদি আর […]

আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে

আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে, সে যে বাসা বাঁধে নীরব মনের কুলায়ে॥ মেঘের দিনে শ্রাবণ মাসে যূথীবনের দীর্ঘশ্বাসে আমার-প্রাণে সে দেয় পাখার ছায়া বুলায়ে॥ যখন শরৎ কাঁপে শিউলিফুলের হরষে নয়ন ভরে যে সেই গোপন গানের পরশে। গভীর রাতে কী সুর লাগায় আধো-ঘুমে আধো-জাগায়, আমার স্বপন-মাঝে দেয় যে কী দোল দুলায়ে॥ রাগ: খাম্বাজ-বাউল তাল: […]

আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ

আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার গান॥ অসীম কালের যে হিল্লোলে জোয়ার-ভাঁটার ভুবন দোলে নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান, বিস্ময়ে তাই জাগে আমার গান॥ ঘাসে ঘাসে পা ফেলেছি বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই দান, বিস্ময়ে তাই জাগে আমার […]

সাধারণ মেয়ে

আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি, শরৎবাবু, “বাসি ফুলের মালা’। তোমার নায়িকা এলোকেশীর মরণ- দশা ধরেছিল পঁয়ত্রিশ বছর বয়সে। পঁচিশ বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি, দেখলেম তুমি মহদাশয় বটে– জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি। বয়স আমার অল্প। একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তাই জেনে পুলক […]

তুমি রবে নীরবে

তুমি রবে নীরবে, হৃদয়ে মম, তুমি রবে নীরবে, নিবিড়, নিভৃত, পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে, নিশীথিনী-সম। তুমি রবে নীরবে, হৃদয়ে মম, তুমি রবে নীরবে। জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি। জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে […]

সুন্দরি রাধে আওয়ে বনি।

সুন্দরি রাধে আওয়ে বনি। ব্রজরমণীগণ মুকুটমণি॥ কুঞ্চিতকেশিনি, নিরুপমবেশিনি, রস-আবেশিনি ভঙ্গিনি রে। অধরসুরঙ্গিনি, অঙ্গতরঙ্গিনি, সঙ্গিনি নব নব রঙ্গিনি রে॥ কুঞ্জরগামিনি, মোতিমদশনি, দামিনি-চমক-নেহারিনি রে। আভরণধারিন, নব-অভিসারিণি, শ্যামর হৃদয়বিহারিণি রে। নব অনুরাগিণি, অখিলসোহাগিনি, পঞ্চম রাগিণি মোহিনি রে। রাসবিলাসিনি, হাসবিকাশিনি, গোবিন্দদাস-চিত-শোহিনি রে॥

মেঘের উপর

মেঘের 'পরে মেঘ জমেছে

মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে। আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে। মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে। কাজের দিনে নানা কাজে থাকি নানা লোকের মাঝে, আজ আমি যে বসে আছি তোমারি আশ্বাসে॥ মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে। তুমি যদি না দেখা দাও, কর আমায় হেলা, কেমন করে কাটে আমার […]