দাম্পত্য…তুমি সহজে বিষয় থেকে বিষয়হীনতায় চলে যাও
ক্ষমতা…তুমি অনায়াসে জনপ্রতিনিধি তছরূপকারী আর খুনের আসামি
শিল্প…তুমি বোধ ও অবোধকে একই বর্ণের আস্তরণে সাজিয়ে রেখেছ
প্রতিরোধ…তুমি আছ বলে কলিংবেল ডাকছে
কথামৃত…তুমিও তো রূপ ও অরূপকে হোমিওপ্যাথির আড়ালে জেনেছ
লাউকুমড়ো…ফলন্তের কেন যে এমন ফলের মাথায় ফুল এনেছ
নিত্যসিদ্ধ…তুমি আগেভাগে ঈশ্বর টের পেয়ে তবু সাধনায় মেতেছ
প্রেমিকা…মাঝরাতে মর্ষকামী তুমি ঘুম ভাঙিয়ে কেন ধর্ষকামী আমি দেখতে চেয়েছ
কবিতা…আছ অন্নকূটের মেলায় তবু আজও তোমার অন্নচিন্তা চমৎকারা
প্রেম…যতদিন যাচ্ছে আজও তুমি অনতীত বাল্যে রয়েছ
জীবন…তুমি সাবলীলতায় জন্ম আর মৃত্যুকে মেনে নিয়ে আছ
জ্যামিতি…তুমি আছ বলে অবলীলায় অসম জটিলতর চিহ্ণ হয়ে আছে
রেটিং করুনঃ
‘বল্লেন যাহা জাম্বুবান’ কবিতাটি আমার রচিত। সাইট কতৃপক্ষ ভুলক্রমে আসাদ চৌধুরীর নাম রচয়িতারূপে পোস্ট করেছেন। ভুলটি শুধরে দিলে ভালো হয়।
ভবদীয়
সমীর রায়চৌধুরী
ধন্যবাদ, সংশোধন করা হয়েছে ।