দেখো সখা ভুল করে ভালোবেসো না

দেখো সখা ভুল করে ভালোবেসো না।

আমি ভালোবাসি বলে কাছে এসো না।

তুমি যাহে সুখী হও তাই করো সখা,

আমি সুখী হব বলে যেন হেসো না।

আপন বিরহ লয়ে আছি আমি ভালো,

কী হবে চির আঁধারে নিমেষের আলো।

আশা ছেড়ে ভেসে যাই, যা হবার হবে তাই,

আমার অদৃষ্ট-স্রোতে তুমি ভেসো না।

রাগ: বিলাবল
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী
      Dekho sokha bhul kore - Iman Chakraborty