রবীন্দ্র-তুরুপ

তোমাকে মাদুলি করে পরেছি গলায়,
সকালে গিয়েছি আজ বকুলতলায়;
শিথানে
গীতবিতানের পাতা খুলে
তোমাকে নকল করি চলায় বলায়।

তুমিও তো শিষ্য ছিলে পোষ্য ঋষিদের;
তারপর নিজেই নিজের তুমি আলখেল্লা-গুরু;
লালকেল্লাবাসী তিরিশের তরুণেরা
যদিও দেখিয়ে দিলো মেরিলিন উরু;
স্বীকারে ও অস্বীকারে
তোমাকে করতে চায় সকলেই শুরু।

কী তোমার সরলতা
কী তোমার দুর্বলতা
এই নিয়ে চলছে বাহাস :
তুমি আজো বাঙালির তুরুপের তাস।

তকমাধারীরা কেউ
খুলে ফেলে চশমা তোমার :
সমুদ্রের বুকে ওরা সমুদ্রের ঢেউ;
ওরা কেউ কালিদাস, ওরা কেউ হরিদাস,
কেউ-বা হোমার।
০৮.০৫.২০১৬