লোকযোদ্ধারা

কাল রাত ছিল লোকযোদ্ধার রাত
কাল রাত ছিল লোকযোদ্ধার স্মৃতি,
রাতে ও স্মৃতিতে তফাত কী আর বলো?
জনযুদ্ধের ইতিহাসে সুকৃতি।
রাত যদি আসে সূর্যের তিরোভাবে,
সূর্য কি চির তিরোহিত হতে জানে?
রাত যদি আসে রক্তে বীরের খাপে,
সূর্য-শোণিত জানে মুক্তির মানে।
লক্ষ বছর চিনেছে নিজেকে নিজে,
লোকযোদ্ধার মননে বিবর্তন;
জয়ে-পরাজয়ে রোদে-বৃষ্টিতে ভিজে
লোকযোদ্ধারা জনে জনে অগণন।
পঁচিশে মার্চে কালরাতও চেনে তাকে
শহীদ, গাজী ও মুক্তির সৈনিক,
স্বাধীনতা ডাকে সূর্যশোণিত বাঁকে
মুক্তমানব বার্তা যে দৈনিক।
পঁচিশে মার্চে তেমনি অবাক রাতে
বাঙালিরা জেতে লোকযুদ্ধের বাজি,
গণহত্যার রক্ত পেরিয়ে প্রাতে
ভণ্ডুল সব হন্তার কারসাজি।
দিন এসেছিলো দিন এসেছিলো দিন
দিন তো যায়নি দিন তো যায়নি দিন
দিন থাকবেই দিন থাকবেই দিন
রাত কেটে গেলে কেটে যায় দুর্দিন
লোকযোদ্ধারা আঁধারে হয় না লীন
লোকযোদ্ধারা চিরপরাজয়হীন
লোকযোদ্ধারা রাতকে বানায় দিন
লোকযোদ্ধারা আনে রাতহীন দিন
স্বাধীনতা মানে পরাধীনতা তো নয়
স্বাধীন আকাশে লোকযোদ্ধার বাতি
স্বাধীনতা মানে লোকযোদ্ধার জয়
বাঙালিরা সেই লোকযোদ্ধার জাতি