আজ পঞ্চাশ (কবি – নিলয়)

আজ পঞ্চাশ –
অতদূর পথ হেঁটে
চর্বিত চর্বণ শেষে
স্মৃতির পাতা ঘেঁটে
দেখি শুধু ঘাস –
আজ পঞ্চাশ …

আশা ভরা চোখে তবু
যদি বা তাকাই কভু
সম্মুখ পানে –
সবুজ ঘাসের দ্বীপ
রাঙা বধূ লাল টিপ
জীবনের গানে,
ফিরে আসে বারবার
হারাতে চাই না আর
যত প্রিয়জন,
জীবনের গল্পে
আজকে বা কালকে
আছে সারাক্ষণ ।

হঠাৎ তাকিয়ে দেখি
বধূর বেশে
তুমি এসে দাঁড়িয়ে
অমলিন হেসে
চোখে চোখ রেখে বল
স্থির বিশ্বাসে –
জীবনের সবে শুরু
এই পঞ্চাশে !

– নিলয়
ঢাকা, ২১ জুলাই ১৯১২

————————————-

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( votes, average: ৫.০০ out of ৫)
Loading...
Alternative Textনিলয়- র আরো পোষ্ট দেখুন