কেন্দ্র তুমি, বৃত্ত আমার

কেন্দ্র তুমি, বৃত্ত আমি

আকাশকে ভালোবেসে কেটেছে জীবন।

আকাশের রঙ নীল
তাই তো তোমার নাম রেখেছি নীলা!
তোমার আবাস এ বুকে
তাই কি আমার নাম দিয়েছ নিলয়?

বিশাল আকাশ যেমন অসীম মমতায় ঘিরে থাকে পৃথিবীকে,
তেমনি জড়িয়ে রাখতে চেয়েছি তোমাকে গভীর ভালোবাসায়।

অগ্নিকুন্ড সূর্যকে ধারন করেছে আকাশ
শুধু পৃথিবীকে উষ্ণ রাখতে,
তেমনি অক্লেশে সয়েছি যন্ত্রনা যত
শুধু তোমাকে ভালোবাসার উষ্ণতাটুকু দিতে।

কিংবা বৃষ্টিস্নানে সিক্ত করতে ধরণী,
যেমন অঝোরে আকাশ কাঁদে মেঘেদের ক্রন্দন,
তেমনি কেঁদেছি নিরবে
তোমাকে হাসতে না দেখলে।

আকাশের বিশালতা ছুঁতে চেয়েছি
মন ও মননে, কথায় ও কর্মে
তোমার ভালোবাসা ধারণ করবো বলে।
তার অসীমের সীমা খুঁজেছি দিগন্ত ছাড়িয়ে
অন্তহীন কৌতুহলে,
তোমাকে জানবো বলে।

দেখ, চারপাশে তাকিয়ে দেখ,
কী সুন্দর –
আকাশ আর পৃথিবী হাতে হাত ধরে
পরষ্পরে লীন হয়ে আছে নিরন্তর
বৃত্তাকার দিগন্তরেখা জুড়ে!

আকাশের পরে আকাশ,
তার ওপারে আকাশ –
মহাকাশের মহামায়া কাটিয়ে অসীমের অন্বেষণে
অনন্তের পথে সহযাত্রী হবো বলেই তো
ধরেছি এ হাত চিরতরে।

কেন্দ্র তুমি,
তোমাকে ঘিরেই বিন্দু আমি
নিত্য রচি বৃত্ত আমার।
———————————-
– নিলয় ?
৩১ মার্চ ২০১৮, ঢাকা
ওয়েবপেজ: [email protected]
ফটো: সংগৃহীত

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( votes, average: ৫.০০ out of ৫)
Loading...
Alternative Textনিলয়- র আরো পোষ্ট দেখুন