গানঃ মুখোশ

মুখোশ

গানঃ
মুখোশ
———————————————–*
মুখোশ পরে হায়
দিন যে কেটে যায়,
লোকটা আছে মুখটা নাই,
কেমন তরো যুগটা ভাই,(২)
হরেক রকম মুখোশ দেখি
মানুষ পাই কোথায়?
মুখোশ পরে হায়
দিন যে কেটে যায়!! (২)

ছাত্র পড়ে পাশের তরে পড়া-লেখা ভার,
স্যারের মনে টিউশনি, জ্ঞানীর মুখোশ তাঁর!
রাতদুপুরে টকশো জুড়ে ‘আঁতেল’ মুখোশ পরে
বিশেষ ভাবে অজ্ঞ যাঁরা দেশ উদ্ধার করে!
ঘুষের টাকায় পকেট ভরে ঘরে ফিরে কর্তা
ছেলে-মেয়ে বউকে খাওয়ায় নীতিকথার ভর্তা!
ঘরে-বাইরে পাড়ার মোড়ে অফিসে রাস্তায়-
মুখোশ পরে হায়
দিন যে কেটে যায়।।(২)

মিথ্যে কথার আশ্বাস দেয় মুখোশ পরা নেতা,
আমলার হাতে মামলা খতম খুলবে না লাল ফিতা!
পুলিশ ভাবে ফুলিশ সবাই আম-জনতা বোকা
ডাক্তার মারে রোগীর পকেট দিয়ে হাজার ধোকা!
আইনের মার-প্যাচে পরে বিচার পাওয়া দায়!
মুখোশ পরে হায়
দিন যে কেটে যায়।।(২)

ফেসবুকে স্ট্যাটাস মারে ‘আই লাভ ইউ, জান’,
পরকীয়ার গোপন হিয়ার মুখোশ পরা গান!
প্রেমিক তুমি ভাবছো যাকে উজাড় দেহমন,
বাইরে থেকে দেখছো তাকে ভিতরে কোন্ জন?
হরেক রকম মুখোশ দেখি
মানুষ পাই কোথায়?
মুখোশ পরে হায়
দিন যে কেটে যায়।।

মুখোশ পরে হায়
দিন যে কেটে যায়,
লোকটা আছে মুখটা নাই,
কেমন তরো যুগটা ভাই,(২)
হরেক রকম মুখোশ দেখি
মানুষ পাই কোথায়?
মুখোশ পরে হায়
দিন যে কেটে যায়!! (২)
——————————————–*
– নিলয় 
১২ এপ্রিল ২০১৮, ঢাকা
ওয়েবসাইট: [email protected]

ছবিঃ সংগৃহীত

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( votes, average: ৫.০০ out of ৫)
Loading...
Alternative Textনিলয়- র আরো পোষ্ট দেখুন