আকাশ আমার নদীর ধারের কাশবন।
কাশবনে খেলা করে স্বর্গের শিশুরা,
খেয়াঘাটে বসে আমি সাদা মেঘের বাগান দেখেছি।
কোনটা আকাশ কোনটাবা নদী বোঝার আগেই
হিমে সাদা তুষারে বরফে ভরে উঠেছে আমার চোখ,
তুমি কলপ না দিয়ে চুলে ভালোই করেছো।
আমি জানি, আকাশটা কেবল ছেলেবেলার রূপকথা
কিন্তু মেঘগুলি আকাশের সাদা কাশফুল।
আমি তোমার পায়ের ঘুঙুর হবো, মেঘ
দু’চোখের ঘুম হবো, একফোঁটা অশ্রুজল হবো
তোমার আকাশজুড়ে বালিকা স্কুল হবো আমি।
আজ এত ফুটেছে শেফালি, সব তোমাকে পাঠাবো
দুই হাত মেলে ধরো এই কালো অক্ষরে সাজাই।