ঋতুর প্রহারেও ঋজু উন্নত শির

রতনপুর কত দূর মাইলের দূরত্ব দিয়ে
না মেপে নদীমাতৃক বাংলাদেশের
৬৮ হাজার গ্রামের নিভৃত কোণের
একটি ধরে নেয়াই ভালো_

একাত্তরে, সেখানে হানাদার পাকিস্তানী
বাহিনীরও হিম্মতে কুলোয় নি,
এমনই প্রত্যন্ত এক অঞ্চল,
অথচ সেখানেই আজ থেকে কমের ভেতর
বছর শ’দুই আগে ছিল
আমার নিজেরই শিকড় বা উৎস
যাই বলা যাক; আজ এত এত বছরের
ব্যবধানে দাঁড়িয়ে কি দেখা গেল ঃ
পাঁচ প্রজন্মের দূরত্বের দাঁড়ানো বংশধারার
পথ পরিক্রমা শেষে কার্তিকের
শেষাশেষি হেমন্তের মাঝামাঝি
দাঁড়িয়ে রয়েছে রতনপুরের দিক নির্ণয়কারী
এক দীর্ঘকায় তাল গাছ যাকে ঘিরে কত না ঋতুর
প্রহার যার মাঝে পাঁচ পাঁচ প্রজন্মের
এই যে দেখা তাও কার্তিকের নবান্নের দেশ
কুয়াশা আর শিশির জড়ানো হেমন্তের
তুমি আরও দীর্ঘজীবী হও এই ছিল প্রার্থনা
এই গ্রামের এক নগণ্য উত্তর পুরুষের পিচ্ছিল মাটিতে দাঁড়িয়ে।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
বেলাল চৌধুরী- র আরো পোষ্ট দেখুন