যদি পুরনো জীবন ভেঙে গড়ি কাঁচা মাটির জীবন

ভালো হয় যদি পুরনো জীবন ভেঙে গড়ি কাঁচা
মাটির জীবন
নবায়ন প্রক্রিয়ার মধ্যে যেমন পুরনো নতুন হয়
সেভাবে পুরনো ভেঙেই যদি করি নবজন্ম, নবীন সূচনা
তা হলেই শুধু কিছুটা পূর্ণ হতে পারে এই ব্যর্থ আহরণ;
আজ খুব ইচ্ছে করে নিজের মাটিতে নিজে
গড়াগড়ি যাই
বোকা এক বালকের মতো ঘুমিয়ে পড়ি একেবারে
ভর সন্ধ্যাবেলা এই নিদ্রার মধ্যে চলে যাই হেঁটে হেঁটে নক্ষত্রপলি্লতে।
ভালো হয় যদি ভুলেভালে রাজার মহল থেকে পাঠানো
সমস্ত চিঠি হারিয়ে ফেলি
বোঝারও আগে হঠাৎ তখন খুব বৃষ্টি নেমে আসে
চোখ খুলে দেখি মাটির উঠান জুড়ে ফুটেছে
বেহেশতের ফুল,
আমি সেই গন্ধেঘ্রাণে হয়ে যাই ভরা সরোবর।
ভালো হয় যদি পাখির শরীরে আমি নিজেই মাখিয়ে
দেই কাঁচা হলুদ বাটা
যদি মর্নিং স্কুলে ঘণ্টা পড়ার আগেই ঠিকঠাক ক্লাসে গিয়ে বসি
খুব ভালো করে এবার মুখস্থ করি মদনমোহন
সারাদিন আমি যেন ভালো হয়ে চলি।

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
মহাদেব সাহা- র আরো পোষ্ট দেখুন