আমি সেই কীশোর?

ইচ্ছে হয় আবারও কিশের হয় ফিরে
যাই সেই লাল টুক টুক লিচুর
তলায়,পুকুর পারে নদীর ধারে |
ঘন বন জঙ্গল ঝোপ ঝারের ভিতরে
সেই দোয়েল পাখির ডিম ,ইচ্ছে
হয় ঘুরে দেখে আসি |
সেই টুনটুনির উড়াং ফাড়াং চলন
|
ইচ্ছে হয় মাঠে বিলে নির্জনে
বাজাতে বাশিঁ |
মনে হয় আবারও কিশোর হয়ে
কানামাছি,গোল্লাছুট,লুকোচুরি
,ডাংগুলি খেলি |
মনে হয় বর্ষার সেই কাদা মাখা
শরিল নিয়ে বিলের শান্ত
পানিতে ঝাপ দিয়ে পড়ি |
বাবার সেই রক্ত চোখ মনেপড়লে
ভয়ে ফিরে আসি |
মায়ের ছায়া কাছে পেলে
মনে হয় পূর্বের সেই কিশোর আমি
|
মনে হয় শান্ত সবুজ পাড়া গায়
কিশোর হয়ে আবারও যাই |
ইচ্ছ হয় গাভিটিকে আবারও
খাইয়ে আনি ঘাস |
ভাদ্রের সেই রৌদ্রের তাপে
ক্ষেতে মাছ ধরি,কাদা দিয়ে
সবাই মাখা মাখি |
আমি সেই কিশোর যেখানে
সংস্বারে দুঃখ ভাবনা অভাব
অনটন নিয়ে নাই কোন মনে |
সেই নির্মল বাতাস ভোরের
পাখি এখনো সেই গ্রামে ছুটু
আসি |
মনে হয় কিশোর হয়ে চিরদিন
বেচে থাকি|

রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...
Khadamul islam- র আরো পোষ্ট দেখুন