অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে।
পথ ছিল গো চলার, যদি দু’দিন আগে আস্তে।
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে
আজিকে মরন সাগর–স্রোতে, চলেছি দূর পারের পথে
আলোর খেয়া হারায় যেথা,
আলোর খেয়া হারায় যেথা,
সেই আঁধারে ভাসতে
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে।
গহীন রাতে ডাকে আমায় এলে তুমি আজিকে
কাঁদিয়ে গেলে হায় গো আমার
বিদায় বেলার সাথীকে।
গহীন রাতে ডাকে আমায় এলে তুমি আজিকে
কাদিয়ে গেলে হায় গো আমার
বিদায় বেলার সাথীকে।
আস্তে যদি হে অতিথি্ ,ছিল যখন পরম তিথি
ফুঁটতো চাঁপা সেদিন যদি
ফুঁটতো চাঁপা সেদিন যদি
চৈতালি চাঁদ হাসতে
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে
পথ ছিল গো চলার, যদি দু’দিন আগে আস্তে ।
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে ।
পথ ছিল গো চলার, যদি দু’দিন আগে আস্তে ।
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্তে …