একটুখানি দাও অবসর বসতে কাছে

একটুখানি দাও অবসর বসতে কাছে, তোমায় আমার অনেক যুগের অনেক কথা বলার আছে।। গ্রহ ঘিরে উপগ্রহ, ঘোরে যেমন অহরহ; আমার আকুল এ বিরহ তেমনি প্রিয় তোমায় যাচে॥ চিরকালই রইলে তুমি আমার পাওয়ার বহুদূরে আজকে ক্ষণিক কইব কথা সকরুণ গানের সুরে। করব পূজা গানে গানে, চাইব না আর নয়ন পানে; আমার চোখের অশ্রুলেখা দেখে তুমি চেন […]

আমি দ্বার খুলে আর রাখবো না

আমি দ্বার খুলে আর রাখবো না, পালিয়ে যাবে গো জানবে সবে গো, নাম ধরে আর ডাকবো না পালিয়ে যাবে গো।। এবার পূজার প্রদীপ হয়ে, জ্বলবে আমার দেবালয়ে জ্বালিয়ে যাবে গো, আর আঁচল দিয়ে ঢাকবো না পালিয়ে যাবে গো।। হার মেনেছি গো, হার দিয়ে আর বাঁধবো না দান এনেছি গো, প্রান চেয়ে আর কাঁদবো না হার […]

নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায়

নীলাম্বরী শাড়ি পরি নীল যমুনায় কে যায় কে যায় কে যায় যেন জলে চলে থল-কমলিনী ভ্রমর নূপুর হয়ে বোলে পায় পায়। কলসে কঙ্কনে রিনিঠিনি ঝনকে চমকায় উন্মন চম্পা বনকে দলিত অঞ্জন নয়নে ঝলকে পলকে খঞ্জন হরিণী লুকায়। অঙ্গের ছন্দে পলাশ মাধবী অশোক ফোটে নূপুর শুনি বনতুলসীর মঞ্জরী উলসিয়া ওঠে। মেঘ বিজড়িত রাঙা গোধূলি নামিয়া এল […]

তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার

তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার জনমে জনমে তাই চলে মোর অনন্ত অভিসার। বনে তুমি যবে ছিলে বনফুল গেয়েছিনু গান আমি বুলবুল ছিলাম তোমার পূজার থালায় চন্দন ফুলহার। তব সংগীতে আমি ছিনু সুর, নৃত্যে নূপুরছন্দ আমি ছিনু তব অমরাবতীতে পারিজাত ফুলগন্ধ। কত বসন্তে কত বরষায় খুঁজেছি তোমায় তারায় তারায় আজিও এসেছি তেমনই আশায় লয়ে স্মৃতি […]

আমার মা যে গোপাল সুন্দরী

আমার মা যে গোপাল সুন্দরী যেনো এক বৃন্তে কৃষ্ণ কলি অপরাজিতার মঞ্জরী…।। মা আধেক পুরুষ অর্ধ অঙ্গে নারী আধেক কালি আধেক বংশীধারী মার অর্ধ অঙ্গে পীতাম্বর আর অর্ধ অঙ্গে সে দিগম্বরী আমার মা যে গোপাল সুন্দরী…।। মা যে পায়ে প্রেম কুসুম ফোটায় নুপুর পরা সেই চরণ মার সেই হাতে রয় সর্প বলায় যে হাতে প্রলয় […]

আবার ভালবাসার সাধ জাগে

আবার ভালবাসার সাধ জাগে সেই পুরাতন চাঁদ, আমার চোখে আজ নূতন লাগে । যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে সাধ যায় ধরি তারে বক্ষে জড়ায়ে উদাসীন হিয়া হায় রেঙে ওঠে অবেলায় সোনার গোধুলি রাগে । আবার ফাগুন সমীর কেন বহে ? আমার ভুবন ভরি কেঁদে ওঠে বাঁশরী অসীম বিরহে । তব বনের বুকে ঝরণা সম কে […]

অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্‌তে

অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্‌তে অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্‌তে। পথ ছিল গো চলার, যদি দু’দিন আগে আস্‌তে। অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্‌তে আজিকে মরন সাগর–স্রোতে, চলেছি দূর পারের পথে আলোর খেয়া হারায় যেথা, আলোর খেয়া হারায় যেথা, সেই আঁধারে ভাসতে অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাস্‌তে। গহীন রাতে ডাকে আমায় এলে […]

কেন কাঁদে পরান

কেন কাঁদে পরান কী বেদনায় কারে কহি সদা কাপে ভীরু হিয়া রহি রহি ।। সে সাথে থাকে নীল নভে আমি নয়ন জল সায়রে সাতাশ তারার সতিন সাথে সে যে ঘুরে মরে কেমনে ধরি সে চাঁদে রাহু নহি ।। কাজল করি যারে রাখি গো আঁখি পাতে , স্বপনে যায় সে ধুয়ে গোপন অশ্রু সাথে । বুকে […]

বিদায়-বেলায়

তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না, জল-ছল-ছল চোখে চেয়ো না। ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না, শুধু বিদায়ের গান গেয়ো না।। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না। ঐ ব্যথাতুর আঁখি কাঁদো-কাঁদো মুখ দেখি আর শুধু […]

আমার কালো মেয়ের

আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন । আমার কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন । মায়ের রূপ দেখে দেয় বুক পেতে শিব যার হাতে মরণ বাঁচন । আমার কালো মেয়ের আঁধার কোলে শিশু রবি-শশী দোলে ; কালো মেয়ের আঁধার কোলে শিশু রবি-শশী দোলে ; (মায়ের ) একটু খানি রূপের ঝলক্ […]