তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার
জনমে জনমে তাই চলে মোর অনন্ত অভিসার।
বনে তুমি যবে ছিলে বনফুল
গেয়েছিনু গান আমি বুলবুল
ছিলাম তোমার পূজার থালায় চন্দন ফুলহার।
তব সংগীতে আমি ছিনু সুর, নৃত্যে নূপুরছন্দ
আমি ছিনু তব অমরাবতীতে পারিজাত ফুলগন্ধ।
কত বসন্তে কত বরষায়
খুঁজেছি তোমায় তারায় তারায়
আজিও এসেছি তেমনই আশায় লয়ে স্মৃতি সম্ভার।।