আমার দেশ মার্চ ১৩, ২০১১মার্চ ১০, ২০১৫ জুয়েল হাসান ,বিভাগঃ কবিতা, ২৫৫ বার পঠিত আমার দেশ তে মন্তব্য বন্ধ বাংলাদেশের বাউলেরা বাংলাতে গায় গান। গান শুনে লাগে ভাল জুড়ায় মনপ্রান। বাংলাদেশের রাখালেরা বাজায় বাশের বাশি, বাশি শুনে লাগে ভাল মুখে ফোটে হাসি। বাংলাদেশের কৃষকেরা ফলায় মাঠে ফসল, ফসল দেখে লাগে ভাল বুকে আসে বল। জুয়েল হাসান- এর আরো পোষ্ট দেখুন → রেটিং করুনঃ (No Ratings Yet)Loading...