মুনি রূপে গণ্য

ঊনিশশত পঁয়তাল্লিশ, একুশ তারিখ, জুন
বৃহস্পতিবারে জন্ম নির্মলেন্দু গুণ।
বারহাট্টা, কাশতলা, জেলা নেত্রকোণা
জন্ম দিলো এমন শিশু, ইতিহাসে গোণা।

কংশতীরে হংস তিনি, বাংলাজোড়া ডানা
কাল পেরিয়ে ডাল পেরিয়ে মহাকালে হানা।
একাত্তরে কম-বা-বেশি একাত্তরটি তূণ
শব্দে-ছন্দে ছুঁড়েছিলেন নির্মলেন্দু গুণ।

বাংলাদেশের ‘স্বাধীনতা’র গল্পটি তার বুকে
সত্তুরটি বছর কাটে সুখ মিশিয়ে দুখে।
হৃদয়টা তার কাটাকুটি, শিরায় নীরার ব্রীড়া
ক্ষমতাকে কুছপরোয়া, চায় মমতার হীরা।

দেখতে-শুনতে রবীন্দ্রনাথ, পড়তে গেলে অন্য;
মানুষ তিনি একই সাথে বিনয়ী ও বন্য।
আমরা যারা জন্মেছি ও বেড়েছি তার সঙ্গে
বন্ধু যারা শত্রু যারা হরেক রকম রঙ্গে
আজকে সবাই তার জন্মে গর্বিত ও ধন্য,
অনন্য এই গুণী কবি, মুনি রূপে গণ্য।

এমন কবির জন্ম হবে, মৃত্যু হবে নাকো
হাজার বছর যাক কেটে যাক, কবির ছবি আঁকো।
২১ জুন ২০১৫

মুহম্মদ নূরুল হুদা- এর আরো পোষ্ট দেখুন →
রেটিং করুনঃ
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (No Ratings Yet)
Loading...