নিঝুম রাত্রি

নিঝুম রাত্রি…
ঘুমিয়ে গেছো কি প্রিয়সি ?
নাকি আমার মত চাঁদের আলোয় কাটাও নিশি ?
এখনো কি তোমার দীঘলে জোনাকি ঠাই খোঁজে-
না আমার মত চন্দ্রাহত, ব্যথিত অহরাত্রি ?

যদি নির্ঘুম রাত কেটে যায় তোমারও
তবে জানার বাইরে একটু তাকিয়ে দেখো-
ঘুমাওনি বলে তারাগুলো আজ রাতপ্রহরী
এখনো দুরের ল্যাম্পপোস্টের আলো টিমটিমিয়ে জ্বলছে;
এক তোমার জন্য সমস্ত আলো
আধ-ফাটা চাঁদের বুকে লুকিয়ে গেছে ।।

আর যদি ঘুমিয়ে পড়ো চাদরে স্বপ্ন গুঁজে
তবে জেনে রেখো চারপাশে শুধু চৈতালির সুবাতাস,
অতনু অপ্সরী ছুঁয়ে যায়
তোমার ঘ্রাণে মহিমান্বিত হয় আরেকটি রাত
পৃথিবীর সমস্ত ফুল ফোটে তোমার ঘুম ভাঙার অপেক্ষায় ।।

আর আমি !!
আমি তো তোমার মাঝেই থাকি
তোমার চোখে, গালে, টোল পড়া মিষ্টি হাসিতে;
নির্ঘুম রাতে অথবা তুমি ঘুমিয়ে গেলে
পাশেই থাকি, আবছায়া হয়ে, স্পর্শ হয়ে
কখনও মুচকি হাসিতে; কখনও অভিমানী গোমড়া মুখে,
অথবা তোমার ঘুমন্ত চোখের কালো রঙ হয়ে ।।

– জিহান আল হামাদী
১৭ই এপ্রিল’২০১৩